X

সন্ধ্যা ৬টার পর বাহিরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি

১১ এপ্রিল ২০২০:

সারাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বেড়েছে সাধারণ ছুটির সময়সীমা। গতকাল শুক্রবার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬ টার পর থেকে বাহিরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপণে এসকল তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আগামী ১৫ ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে এবং ১৭ ও ১৮ এপ্রিল থাকবে সাপ্তাহিক ছুটি। পরবর্তীতে ১৯ থেকে ২৩ এপ্রিলের সাথে ২৪ ও ২৫ এপ্রিল এর সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে পরবর্তীতে বাড়তে পারে সাধারণ ছুটি।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

Platform:
Related Post