X

সন্ধানীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট

৭ই ফেব্রুয়ারি ,শুক্রবার,২০২০

গত ৫ ফেব্রুয়ারী ছিল সন্ধানীর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।সন্ধানী মেডিকেল ও ডেন্টাল ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ “সন্ধানী”।

সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে কেক কাটা এবং র্যালীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর রেডিওলোজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. সালমা পারভীন ,মেডিসিন বিভাগের ডা. মিজানুর রহমান ,কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রফিকুল ইসলাম ,বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেজাউল কাদের ,ডা. অশোক ।

উপস্থিত ছিলো সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট এর কেন্দ্রীয় প্রতিনিধি ওয়াসিম আব্বাস, সভাপতি মাহফুজুল ইসলাম,সহ-সভাপতি মিজবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন সিয়াম, সহ সাধারণ সম্পাদক আনিকা তাহসিন, সাংগঠনিক সম্পাদক সাঈদ মুহাম্মদ মুনজিয়াত,সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাধারন সদস্যেরা।

মানবতার হাত ধরে যুগ যুগ এগিয়ে যাক সন্ধানী।

তথ্যসূত্র

রাফায়েত হোসেন সৌরভ

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার:
Related Post