X

সন্ধানী’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সন্ধানী’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫ ফেব্রুয়ারি-২০১৯। সন্ধানী’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে আজ সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।

কলেজ প্রাঙ্গনে সুদীর্ঘ র‍্যালি
কলেজে অধ্যক্ষ,হাসপাতালের পরিচালক, সন্ধানীর উপদেষ্টা সহ সন্ধানীর শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আলোচনা সভা
বার্ষিক স্মরণিকা “দীপ্ত প্রহর- ২০১৯” এর মোড়ক উন্মোচন
কলেজ ক্যাম্পাসে দেয়ালিকা উদ্বোধন
কলেজ ক্যাম্পাসে আলপনা অঙ্কন

প্রথমেই একটি বর্ণার্ঢ্য র‍্যালি অধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনের সামনে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট এর সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান। সন্ধানী নিয়ে আলোচনায় বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা: মুহা.নূর ইসলাম স্যার, অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ, ডা:অজয় কুমার রায় স্যার,পরিচালক,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অধ্যাপক ডাঃশাহ্ মোঃ সরওয়ার জাহান স্যার।
আলোচনা সভায় সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট এর উপদেষ্টা ডা:কামরুন্নাহার জুঁই ম্যাডাম, ডা:জেড আর জাহিদ স্যার,ডা:মন্জুরুল করিম প্রিন্স স্যার, ও ডা:তাপস বোস স্যার সন্ধানী সম্পর্কে তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।। সবশেষে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট সভাপতি মোঃ আতিকুর রহমান বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে সকলের উপস্থিতিতে কেক কেটে সন্ধানীর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সন্ধানীর কার্যক্রম সম্বলিত বার্ষিক প্রকাশনা ” দীপ্ত প্রহর-২০১৯” এর মোড়ক উন্মোচন, দেয়ালিকা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে সন্ধানীর প্রতিষ্ঠা বার্ষিকীতে সন্ধানীকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানায় ভ্রাতৃপ্রতিম সংগঠন “ফ্রেন্ডস ফাউন্ডেশন”।

।। জয় হোক মানবতার,জয় হোক সন্ধানীর ।।

 

মোঃ আবদুল্লাহ আল মামুন,

রংপুর মেডিকেল কলেজ,রংপুর

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post