X

সন্ধানীর ৩৭ তম ষাণ্মাসিক সম্মেলন অনুষ্ঠিত

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে ও সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ২১টি ইউনিট নিয়ে গত ২০অক্টোবর ২০১৭ ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয় ৩৭তম সন্ধানী কেন্দ্রীয় ষাণ্মাসিক সভা-২০১৭। “রূধির লালে বাঁচবে প্রাণ, হোক শীত কিবা গ্রীষ্ম; নেত্রহীনে আমার চোখে দেখবে সারা বিশ্ব” স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৬-২০১৭ সেশনে বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয় সন্ধানীর ছয়টি ইউনিটকে।

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজের সভাপতি আব্দুল্লাহ আল মুঈদ এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলী আজগর মোড়ল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহপরান ইসলাম প্রবাল, সাধারণ সম্পাদক রিদওয়ান জুবায়ের রিয়াদ এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক এ.কে.এম সালেক এবং মহাসচিব ডা: জয়নাল আবদিন।

সন্ধানীর মূল লক্ষ্যে স্থির থেকেই সন্ধানীয়ানদের সামনে এগিয়ে যেতে হবে উল্লেখ করে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, “আমাদের এই পেশা মানুষের সেবা করা ছাড়া আর কিছুই শিখায় না। মানুষের প্রতি ভালোবাসা আর মানব সেবার অসীম ইচ্ছের পাশাপাশি পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেই আজ দেশের স্বাস্থ্যখাতের নেতৃত্ব দিচ্ছে সন্ধানীয়ানরা। এই ধারা অবশ্যই অব্যাহত রাখতে হবে।”
এছাড়া রাত ১২.০১ মিনিটে এজেন্ডা মিটিং এর মাধ্যমে কনফারেন্স এর পর্দা উঠে। বিভিন্ন এজেন্ডা এবং রিপোর্ট নিয়ে আগত সন্ধানীয়ান এবং উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে কনফারেন্স প্রাঙ্গন ছিল আনন্দ ও উৎসব মুখর। শনিবার ভোর ৬ ঘটিকায় ৩৭ তম কেন্দ্রীয় ষাণ্মাসিক সভার সমাপ্তি হয়।

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত অতিথিদের থাকা-খাওয়া, সুবিধা অসুবিধা দেখভাল করেছেন। সাফল্যের সাথে ষাণ্মাসিক সম্মেলন ২০১৭ আয়োজনের জন্য অতিথিবৃন্দ ঢাকা মেডিকেল কলেজ ইউনিট কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সন্ধানী, মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট পরিচালিত সম্পূর্ণ স্বেচ্ছাসেবা ভিত্তিক সংগঠন যারা দেশব্যাপী মেডিকেল কলেজে বিস্তৃত ইউনিট গুলো দ্বারা স্বেচ্ছায় রক্তদান ও নিরাপদ রক্ত পরিসঞ্চালন আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে।

এই অনুষ্ঠানে সন্ধানই কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে ২০১৬-১৭ সেশনের কার্যক্রমের উপর ভিত্তি করে ৬ টি ইউনিট কে পুরস্কৃত করা হয়।

পুরষ্কারপ্রাপ্ত ইউনিট গুলো হচ্ছেঃ
# সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংগৃহীত রক্ত- সন্ধানী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিই
# সর্বোচ্চ ঔষধ সরবরাহ- সন্ধানী,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট
# সর্বোচ্চ সংখ্যক ভ্যাক্সিনেশন- SANDHANI Rangpur Medical College Unit
# সর্বোচ্চ বিনামূল্যে ব্লাড গ্রুপিং- সন্ধানী গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট
# সর্বোচ্চ সংখ্যক উদ্ধুকরন অনুষ্ঠান- SANDHANI Sir Salimullah Medical College Unit,Dhaka,Bangladesh
# বিশেষ কার্যক্রম(বিশেষ সামাজিক কার্যক্রম)- Sandhani Faridpur Medical College Unit

drferdous:
Related Post