X

শোকজ ছাড়াই চাকরিচ্যুত করা হবে!

সম্প্রতি নিয়োগ পাওয়া ডাক্তারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো ডাক্তার যদি দুইবছর গ্রামে চাকরি করতে না চায় তাহলে তাকে কোনরকম শোকজ ছাড়াই চাকরিচ্যুত করা হবে।

বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি সব সংসদ সদস্যকে তার নিজ এলাকার ডাক্তারদেরকে সহোযোগিতা করার জন্য আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বিসিএসের মাধ্যমে যে ডাক্তার নিয়োগ হয়েছে, কে কোথায় নিয়োগ হয়েছে তার তালিকা আমি প্রতিটি সংসদ সদস্যকে দিয়েছি। যাতে করে তারা খোঁজ রাখতে পারে তার এলাকার লোকজন চিকিৎসা সেবা পাচ্ছে কিনা?’

গত ২৭ আগস্ট ৬ হাজার ডাক্তার কাজে যোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সবাই ২ বছর গ্রামে থাকবে। কাউকে কোনো অজুহাতে গ্রাম থেকে সরানো হবে না।

এই ৬ হাজার ডাক্তারের মধ্যে ৩৪২ জন দম্পতি রয়েছে। আমরা তাদেরকে একই এলাকায় একই জায়গায় পোস্টিং দিয়েছি। যাতে তাদের কোন সমস্যা না হয়।’

এসময় স্পিকার স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত বক্তব্য শেষ করার জন্য তাগিদ দিলে মন্ত্রী বলেন, ‘আমরা সহকর্মীরা আমাকে বিরক্ত করতেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো কাজ নেই তাই শুধু আমাকে বিরক্ত করছে।’

ওয়েব টিম:
Related Post