X

শেবাচিমে করোনা ট্রায়াজ কর্নারের শুভ উদ্বোধন

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১ মে ২০২০

শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল ২০ মে উদ্বোধন করা হলো ট্রায়াজ কর্নার। ট্রায়াজ কর্নারটি উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ডা.বাকির হোসেন। এ সময় বিভিন্ন চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।ট্রায়াজ কর্নারটির তত্ত্বাবধায়ক কমিটিতে রয়েছেন ডা. সৌরভ সুতার, ডা. সুদীপ হালদার, ডা. নুরুন্নবী তুহিন।

ট্রায়াজ ব্যবস্থাপনা হচ্ছে কোভিড-১৯ চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত একটি বিশ্বজনীন রীতি (ইউনির্ভাসেল প্রটোকল)। ট্রায়াজ শব্দের অর্থ আলাদা করা বা বিভিন্ন ভাগে ভাগ করা। করোনার ক্ষেত্রে কোনো রোগীকে লক্ষণ অনুযায়ী ভাগ করে চিকিৎসা দেয়া হলে তাদের থেকে সংক্রমণের সংখ্যা অনেকাংশেই কমে যায়। জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এসব উপসর্গ নিয়ে কেউ এলে তাদের কোথায় যেতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া থাকে এতে। সহজ ভাবে বলা যায়, অন্য সব রোগীর সংস্পর্শে যাতে কোভিড আক্রান্ত রোগীকে যেতে না হয় তার সব ব্যবস্থাই থাকে ট্রায়াজে।

আশা করা হচ্ছে এর মাধ্যমে করোনা আক্রান্ত ও করোনা সন্দেহজনক রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে।

নিজস্ব প্রতিবেদক//নাহিদ নিয়াজ

Platform:
Related Post