X

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠালো চাঁদপুর জেলা পুলিশ


প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

বর্তমান করোনা মহামারীতে রাষ্ট্রের সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যখন প্রতিনিয়ত জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন, তখন এই সম্মুখ যোদ্ধাদের মনোবল বাড়াতে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়ালো চাঁদপুর জেলা পুলিশ।

করোনাকালে সেবাদানকারী দুই সম্মুখ যোদ্ধাদের মধ্যে এ রকম সহযোগিতামূলক মনোভাব যেনো এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশ করেছে। পুলিশের কাছ থেকে উপহার সামগ্রী পেয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চাঁদপুর জেলা পুলিশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাস মোকাবিলায় তাঁদের কাজের প্রশংসা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে পুলিশ কর্মকর্তারাও চিকিৎসকদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি যেকোনো প্রয়োজনে ফোন পেয়ে দ্রুত সাড়া দিচ্ছে চাঁদপুর জেলা পুলিশ।

বুধবার বিকেলে চাঁদপুর জেলার ফেসবুক পুলিশ পেইজ
‘ Chandpur District Police ‘ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে একটি পোস্ট দেওয়া হয়, সেখানে লেখা ছিলো,

“তোমাদের সাথে আমরা”

এই করোনা যুদ্ধে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য অফিসে কর্মরত যোদ্ধাদের পাশে থাকতে পেরে চাঁদপুর জেলা পুলিশ গর্বিত।

এই যুদ্ধে তোমাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব আমরা। জেলা পুলিশ, চাঁদপুরের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। “

চাঁদপুর জেলার সিভিল সার্জন জানান, করোনার এই কঠিন সময়ে পুলিশ সুপারের কাছ থেকে এইরকম ঈদ উপহার পেয়ে খুবই আনন্দিত তারা। তাই উনার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হয়ে আরেক সম্মুখ যোদ্ধার পাশে থাকার অঙ্গীকার উনাদের কাজ করায় উৎসাহ জুগিয়েছেন বলে তিনি জানান।

চাঁদপুর জেলায় করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ, মৃত ব্যক্তির দাফন, হোম কোয়ারান্টাইন ও লকডাউন করার ক্ষেত্রে চাঁদপুর স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন প্রতিনিয়ত জীবন বাজি রেখে একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছেন। করোনার ঝুঁকি নিয়ে কাজ করার সময়ে চাঁদপুর জেলায় অসংখ্য পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তবুও এই সম্মুখ যোদ্ধারা হাল না ছেড়ে দিয়ে একে অন্যের সহযোগী হয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক /আশরাফ মাহাদী

Platform:
Related Post