X

শতামেকে সন্ধানীর বার্তা প্রেরণে নবীন বরণ অনুষ্ঠান

২৮ জানুয়ারি,২০২০
আজ ২৮ জানুয়ারি, ২০২০ রোজ মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে নবাগত ব্যাচ TA-07 এর শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ “সন্ধানী” এর বার্তা প্রেরণ করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণয় দাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন TA-04 ব্যাচের সিদ্দিকুর রহমান। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। পরবর্তীতে নবাগত শিক্ষার্থীদের “সন্ধানী” এর কার্যক্রম সম্পর্কে ধারনা দেওয়া হয় এবং প্রামাণ্য চিত্র দেখানো হয়। সেই সাথে সন্ধানী এর সাথে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কার্যক্রমের প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানের এই পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ মহোদয়। এসময় রক্ত সংরক্ষণের জন্য একটি ফ্রিজ ও যাবতীয় আসবাবপত্র প্রদানের অঙ্গীকার করেন তাঁরা। পরবর্তীতে পরিচালক মহোদয়ের প্রাণোচ্ছল বক্তব্যের মাধ্যমে বর্নিল এই অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post