X

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে মুজিববর্ষ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন

২৯ জানুয়ারি ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে।

২৮ জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১১.৩০ সকল ছাত্র-ছাত্রীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের বর্ষব্যাপী কর্মসূচী আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর পরপরই বেলুন ও পায়রা উড়ানো হয়। বর্ষব্যাপী কর্মসূচীর সার্বিক দিকনির্দেশনা দিয়ে একাত্মতা প্রকাশ করেন মাননীয় চেয়ারম্যান নীলু আহসান সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালকবৃন্দ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ, সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. আফরোজা বুলবুল আখতার। আরও বক্তব্য রাখেন পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মো. নাসিম উদ্দিন এবং বক্তব্য রাখেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন।

উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান। এ সময় মুজিব বর্ষের লোগো প্রদর্শন করেন অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার। বর্ষব্যাপী কর্মসূচীর ব্যানার উন্মোচন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. আফরোজা বুলবুল আখতার। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বেদীর নকশা উন্মোচন করেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন। অত্র কলেজের ডুপ্লেক্স লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্ধোধন করেন অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের জন্য গঠিত হয়েছে বিভিন্ন উপ-পরিষদ এবং সকল উপ পরিষদের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এম.এম.এ ওয়াদুদ মোস্তফা।

১। ক্রীড়া উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট, বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বঙ্গবন্ধু দাবা টুর্নামেন্ট। এর সমন্বয় করবেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহ আহসানুল ইমরান।

২। সাংস্কৃতিক সপ্তাহ ও বিতর্ক প্রতিযোগীতা উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার উপর গান, নৃত্য, কবিতা আবৃতি, একক অভিনয়, বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা। এর সমন্বয় করবেন অধ্যাপক ডা. মুহাঃ আব্দুর রহিম।

৩। প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে সুভিনিয়ার প্রকাশ, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন। এর সমন্বয় করবেন সমন্বয়ক অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান।

৪। প্রতিকৃতি ও বেদী স্থাপন উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ মার্চ ২০২০ এর পূর্বে কলেজ ক্যাম্পাসে প্রতিকৃতি ও বেদী স্থাপন। এর সমন্বয় করবেন সহকারী অধ্যাপক ডা. মৃগাঙ্ক ভট্টাচার্য।

৫। লাইব্রেরী কর্ণার উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে কলেজ ভবনে বঙ্গবন্ধু লাইব্রেরী কর্ণার স্থাপন, লাইব্রেরী কর্ণারের জন্য বঙ্গবন্ধু ও স্বাধীনতার উপরে ২ হাজার বই সংগ্রহ। এর সমন্বয় করবেন সহযোগী অধ্যাপক ডা. মোছা. আরেফা আকতার।

৬। ১৭ মার্চ ২০২০ উদযাপন উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে আনন্দ র‌্যালী আয়োজন, র‌্যালীকে আকর্ষনীয় করতে রয়েছে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, রিক্সা, মাইক, ব্যান্ডপার্টি, পুস্পস্তবক, গ্যাস বেলুন, সাদা পায়রা, কেক, ব্যানার,প্লাকার্ড, ফ্লাগ, আলোক সজ্জা, টি-শার্ট, ক্যাপ, অন্যান্য। এর সমন্বয় করবেন সহযোগী অধ্যাপক ডা. গোলাম ইউসুফ।

উল্লেখ থাকে যে, মুজিব বর্ষ পালনের সকল কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের উদ্যোগ গৃহীত হয়েছে।

তথ্যসূত্র: ডা. শাহ আহসানুল ইমরান
নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফর রহমান তুষার

Platform:
Related Post