X

রাবির অধীনস্থ মেডিকেল কলেজের পরীক্ষার রুটিন ও ফলাফল প্রকাশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এর না থাকায় বন্ধ ছিল ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষা। বন্ধ ছিল ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফলও।

রবিবার অধ্যাপক, ড. এম আব্দুস সোবাহান’কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। রাবির অভিভাবক নিয়োগ পাওয়ার এক দিন পরই, ০৮-০৫-১৭, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল মেডিকেল কলেজের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।

সাথে মে মাসে শুরু হতে যাওয়া তিনটি প্রফেশনাল পরীক্ষার রুটিনও জানানো হয়েছে।

২০ মে শুরু হতে যাওয়া এই পরীক্ষা ৬ই জুন পর্যন্ত চলবে। এই রুটিন শুধু রিটেন এর রুটিন। মোখিক ও ব্যবহারিক পরীক্ষার রুটিন জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যোগদানের দিন হতে আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন। এর ফলে প্রায় দেড় মাস উপাচার্যবিহীন থাকার পর বিশ্ববিদ্যালয়টি নতুন উপাচার্য পেল।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৯ মার্চ বিদায়ী উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন মেয়াদ শেষ হয়েছে।

ওয়েব টিম:

View Comments (2)

Related Post