X

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন ডাক্তার একযোগে কোয়ারেন্টাইনে

২১শে এপ্রিল,২০২০

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন ডাক্তার কোয়ারেন্টাইনে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত একজন রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।

জানা যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট ৫ এর ওয়ার্ড নং ৪২ এ বাঘা উপজেলার অধিবাসী একজন রোগী ভর্তিকৃত ছিলো। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কোভিড-১৯ টেস্ট করার জন্য স্যাম্পল পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে উক্ত রোগীর কোভিড-১৯ ফলাফল পজেটিভ আসে। জানা যায় কোন রকম কোভিড-১৯ এর লক্ষন প্রকাশ ছাড়াই তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন।

এমতাবস্থায় পুরো ওয়ার্ড লকডাউন করা হয়েছে এবং ৪০ জন চিকিৎসককে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

 

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

Rapid News:
Related Post