X

রাজবাড়ীতে চিকিৎসক ধর্ষণ মামলায় তিনজন আসামীর মৃত্যুদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ২ সেপ্টেম্বর, ২০২০, বুধবার

ডা. অনির্বাণ সরকার
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ,
৩৮ তম ব্যাচ

রাজবাড়ীতে চিকিৎসক ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আপনারা হয়তো কেউ কেউ স্মরণ করতে পারবেন অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে সেই চিকিৎসকের ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের এ ঘটনা প্রায় সকল গণমাধ্যমেই প্রকাশিত হয়েছিল।

ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড- বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা। সেদিক থেকে এটি সকল চিকিৎসক, নারী এবং মানবতাবাদীদের বিজয়। আমরা সেই চিকিৎসককে অভিবাদন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি এই ধর্ষকগুলো উচ্চতর আদালতে গেলেও যেন এদের মৃত্যুদণ্ড রহিত না হয়। উল্লেখ্য, ধর্ষণে জড়িত ছিলো সাতজন। এই ভয়াবহ গণধর্ষণের ঘটনায় বাকি চারজন কি শাস্তি পেল, না রেহাই পেল- সেটি জানা যায়নি। আশা করি, এরাও দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

প্রসঙ্গত, কর্মজীবী চিকিৎসক যদি নারী হন, তার জন্য পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ জ্বলন্ত উনুনের সমতুল্য। এখানে নারী চিকিৎসকের মেধার বিচারের আগে বিচার করা হয় তার পোশাক, ধর্মাচরণ, ব্যক্তিগত অভিরুচি, পরিবারকে দেয়া সময়- ইত্যাদি। এসকল প্রতিকূলতা পেরিয়ে যেসকল নারী চিকিৎসাক্ষেত্রে উজ্জ্বল হয়ে আছেন, আজ এখানে তাদের সম্মান জানাচ্ছি।

Subha Jamil Subah:
Related Post