X

রত্নগর্ভা মা: পর্ব-১

সোমবার, ১০ মে, ২০২১

‘মা’ দিবসে প্ল্যাটফর্ম গ্রুপের একটা পোস্টের পরিপ্রেক্ষিতে লেখা…

যেখানে আমাদের ডাক্তার কমিউনিটিতে এমন মায়েদের খোঁজ করা হয়েছিলো, যার সব সন্তানই ডাক্তার! তাই আমি এমন একজন রত্নগর্ভা মায়ের কথা বলবার লোভ সামলাতে পারলাম না। মায়ের নাম শাহানারা আকতার চৌধুরী, আর এই মায়ের সন্তানেরা হলো..

1. Dr. Tarzeen Khadiza Shuchi
MBBS (SSMC), DO, BCS (Health)
Asst. Professor (Ophthalmology), NIO

2. Dr. Sharmeen Tania Shovah
MBBS (SBMC), BCS (Health)
MD Resident (Pharmacology), BSMMU

3. Dr. Afreen Sultana Danny
MBBS (SBMC), MPH (NIPSOM)
Senior Lecturer (Community Medicine), Shahabuddin Medical College

4. Dr. Nawreen Suzana Aura
MBBS (DMC), FCPS Part-1 (Surgery)

আলহামদুলিল্লাহ্‌, এই হলো আমার রত্নগর্ভা মায়ের চার ডাক্তার কন্যা! (তাঁর পুত্র Barrister Shifat Mahmood Abdullah, LLB, Bar at Law (London))

আদর্শ পেশা হিসেবে সাদা এপ্রোনে সন্তানদের মানবসেবা করতে দেখবার স্বপ্নদ্রষ্টা আমার মা এবং বাবা। তাঁদের সৎ প্রচেষ্টা, দু’আ আর অনুপ্রেরণাই সবসময়ে আমাদের পথচলার শক্তি। আমাদের প্রতিটি সাফল্যের পেছনে এই দুজন মানুষের অবদান সবচাইতে বেশি। আজকের মা দিবসে আমি আমার এই রত্নগর্ভা মা এবং একই সাথে আমার বাবার জন্য আপনাদের সবার দু’আ চাই এবং বিনম্র শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল মায়েদের! ভালো থাকুক মায়েরা, ভালোবাসায়ে থাকুক।

ডা. নওরিন সুজানা
এমবিবিএস (ঢামেক), এফসিপিএস পার্ট-১ (সার্জারি)

অংকন বনিক:
Related Post