X

রত্নগর্ভা মা: পর্ব-২

সোমবার, ১০ মে, ২০২১

আমার মায়ের পরিচয়:
কোহিনূর আকতার মনি
সিনিয়র শিক্ষিকা,
বুড়িচং কালী নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়।

চাকরির পাশাপাশি সংসারের যাবতীয় কাজ প্লাস আমাদের তিন ভাই বোনের পড়াশোনা থেকে সব যিনি সুনিপুণ হাতে সামলে, তিন ছেলে মেয়েকে ডাক্তারি পড়ানোর পাশাপাশি নিজে হয়ে উঠেছেন স্কুলের মেয়েদের প্রিয় শিক্ষিকা তিনি আমার আম্মু।

মধ্যবিত্ত পরিবারের আমি আব্বু আম্মুর মেজো সন্তান, পেশায় ডাক্তার। আমি ছাড়াও আমার একজন বড় ভাই আর ছোট বোন আছে, ভাইয়াও ডাক্তার, বোন এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আব্বু অবসরপ্রাপ্ত অধ্যাপক, হিসাব বিজ্ঞান,
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ।

শিক্ষক এবং ডাক্তার পরিবারের বাচ্চাদের সাথে চলুন পরিচিত হই।

ভাইয়া:
ডা. এইচ এম কাদিরুল কাউছার
এম বি বি এস (২০০৯-১০ সেশন)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

ভাবী:
সাদিয়া চৌধুরী
এমবিবিএস এ অধ্যয়নরত,
ফাইনাল প্রফ পরীক্ষার্থী,
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ।

আমি:
ডা. খাতুনে জাহান ফেরদৌস মুমু
এমবিবিএস (২০১০-১১ সেশন)
বিসিএস (স্বাস্থ্য)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল
বর্তমান কর্মস্থল: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

হাজবেন্ড:
ডা. আশিক আল মাহমুদ আরিফ
এমবিবিএস (২০০৯-১০ সেশন)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল।
এম ডি, ফেজ এ, রেসিডেন্ট (সাইকিয়াট্রি)
ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ।

ছোটো বোন
নুসরাত জাহান ফেরদৌস স্বর্ণা
এমবিবিএস (২০১৭-১৮ সেশন)
চতুর্থ বর্ষ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ।

সবাই আমার পরিবার, আম্মু, আব্বুর জন্যে দোয়া করবেন। ধন্যবাদ।

ডা. খাতুনে জাহান ফেরদৌস মুমু
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য)
বর্তমান কর্মস্থল: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

অংকন বনিক:
Related Post