X

রক্তের ব্যাগে দেখতে পাওয়া সাদা দানাদার ও ভাসমান বস্তুকণা আসলে কি?

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার   

ডা. আশরাফুল হক                      সহকারী অধ্যাপক,
ব্লাড ট্রান্সফিউশন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট

White particulate matter(WPM) বা সাদা দানাদার দৃশ্যমান ও ভাসমান বস্তুকণা যা অনেক সময় রক্তের ব্যাগে দেখা যায়। যারা স্বযত্নে রক্তের ব্যাগ দেখেন, ব্লাড রুগীর শরীরে ট্রান্সফিউশন করার পূর্বে তারা এমনটা দেখেছেন অনেকেই। আর অনেকেই বাতিল করে দেন আবার অনেকেই চালিয়ে যায় এর ব্যবহার।

আসলে কি এটি?

রক্তদাতার WBC বা শ্বেত রক্ত কণিকা এর সাথে প্লেটলেট বা লিপিড ইত্যাদি জড়িয়ে এটি তৈরী হয়। ব্লাডব্যাগের ভিতের প্লেটলেট সাধারনত স্টিকি হয়ে থাকে, ফলে প্লেটলেট এর মাত্রা বেশী থাকলে এটি WBC এর সাথে জড়িয়ে যেতে পারে। আরও কিছু গবেষণায় দেখা যায় WBC এর উপরে CPDA (Citrate-phosphate-dextrose solution with adenine) যার মানে (Blood bag anti-coagulant) জড়িয়ে থাকে।

কেন এটি হয়ে থাকে?

এটি হয় সাধারণত যখন রক্ত সংগ্রহ করা হয় তখন ব্যাগটি সুনির্দিষ্ট সময় পরপর রক্তের সাথে অ্যান্টিকোগুল্যান্ট মিশানোর জন্য জেন্টেল শেক করতে হয়। রক্ত সংগ্রহের মেশিনই রয়েছে তার জন্য কিন্তু আমরা বেশিরভাগ সময়ই সমান্তরাল কোনও স্থানে ব্যাগ ফেলে রাখি ফলে ঘটে বিপত্তি, অ্যান্টিকোগুল্যান্ট ঠিকমত মিশে না রক্তের সাথে। মাইক্রোএগ্লুটিনিনও তৈরী হয় অনেক সময় যা ব্লাড ট্রান্সফিউশন সেটকে আটকে দেয়।

White particulate matter(WPM) বা সাদা দানাদার দৃশ্যমান ও ভাসমান বস্তুকণা কি ক্ষতিকারক?

এখন পর্যন্ত মারাত্মক কোনও ক্ষতির কারণ হিসাবে এর কোনও প্রমান পাওয়া যায়নি। তাই WPM দেখা গেলে সংশ্লিষ্ট ব্লাডব্যাংকের কনসালটেন্টের সাথে পরামর্শক্রমে একে ব্যবহার করা যেতে পারে। কেননা রক্ত ফেলে দেওয়া কোনও মতেই কাম্য নয়।

Silvia Mim:
Related Post