X

যে তিনটি কথা চিন্তা করলে পাবলিক হেলথে কোনদিন কাজ করতে পারবেন না

১। ভুল ধারণাঃ পাবলিক হেলথের পড়া কিছুই না

হ্যাঁ, নিপসমে আপনার মত চিন্তা করে প্রতি বছর অনেকে ভর্তি হয়। পড়ার চাপ দেখে ড্রপ আউট করতে বাধ্য হয়। তাদের ভিতর চিকিৎসকও রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথে ১২ তম ব্যাচ (২০১৬-১৭) এ দুইজন শিক্ষার্থী ড্রপ আউট হয়েছেন। দুইজনই কিন্তু চিকিৎসক।  তারা মেডিকেল কলেজের  চাপ সহ্য করেই চিকিৎসক হয়েছেন। কিন্তু পাবলিক হেলথে পোস্ট গ্র্যাজুয়েশন করতে এসে  কন্টিনিউ করতে পারেন নাই। একটাই কারণ, তারা ভেবেছিলেন পাবলিক হেলথ সোজা।  পাবলিক হেলথ মোটেই সোজা জায়গা না।

২। ভুল ধারণাঃ  পাবলিক হেলথে কাজ করলে গ্রামে যাওয়া লাগে না, এসি রুমে বসে কাজ করা যায়।

এই কথা চিন্তা করে থাকলে আরও বড় বিপদ। পাবলিক হেলথ মানে কি? জনস্বাস্থ্য!! এই জন্য জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আপনাকে কমিউনিটিতে যেতে হবে। কথা বলতে হবে। ব্র্যাকে উঁচুপদে কাজ করা মানুষদেরকেও মাসে দুই সপ্তাহ ফিল্ডে কাটাতে হয়। আর এই ফিল্ড ক্লিনিক্যালের মত না। আপনাকে বস্তিতে কাজ করতে হবে, দুর্গম গ্রামে যেতে হবে।

জন হপকিন্সে এমপিএইচ কোর্সে অধ্যয়নরত এক ভাই তাঁর প্রথম চাকরি জীবনের কথা বলেছিলেন, “সপ্তাহে দুতিনদিন আমাকে ফিল্ডে যেতে হয়। ফিল্ড মানে মাঠ না, গ্রামে বাড়ি বাড়ি যাওয়া। কখনো কখনো মাইল দুয়েক হাটা কাদার মধ্যে। প্রথমে জয়েনিং এর পর সুজুতো পারতাম, পরে দেখলাম মেঠো রাস্তায় সু পরে হাটতে অসুবিধা ধরলাম কেডস।সেটাও বাদ, স্টাডিরুমে কার্পেট আনায় ধরলাম স্যান্ডেল।এরপর শুরু হল বর্ষাকাল, প্লাস্টিকের স্যান্ডেল পরে হাটাই দুষ্কর, খালি পায়ে হেটেছি। একবার কাদার মধ্যে হাটতে গিয়ে আছাড় খেয়েও পড়েছি। গ্রামের বাচ্চারা আমাকে ‘আটিকলা খেয়েছি; বলে খেপিয়েছেও।” সরি, আপনি যদি মনে করেন পাবলিক হেলথ আরামের, তাহলে ভুল করবেন।

৩। ভুল ধারণাঃ পাবলিক হেলথে কাজ করলে কাঁড়ি কাঁড়ি টাকা কামানো যায়।

কেন ভাই, ক্লিনিক্যাল লাইনে তো এর থেকে বেশি টাকা কামানো যায়, একটু সময় বেশি লাগে। এখানে বেশির ভাগ চাকরিতেই বেতন ফিক্সড। ক্লিনিক্যাল লাইনে আপনি চেম্বার করে এক্সট্রা টাকা কামাতে পারবেন, এখানে পারবেন না। আর এখানে জব সিকিউরিটি খুব খারাপ। প্রজেক্ট শেষ, নতুন প্রজেক্ট আনতে পারবেন না, আপনার চাকরিও শেষ।

rajat:

View Comments (9)

  • তাই বলে এতটা নিরাশ হওয়ারও কিছু নেই। দেশের প্রেক্ষাপটে হয়ত একটু খারাপ কিন্তু যদি বিদেশের কথা চিন্তা করেন তাহলে পাবলিক হেলথ ভাল। দেশে এমনি এমনি বসে না থেকে নিপ্সম থেকে এ ম পি এইচ করতে পারেন। আমি এখান থেকে এ ম পি এইচ কড়ে এখন জাপানে আছি। পাবলিক হেলথ এ পি এইচ ডি করছি ।

    • MPH ar por PhD r jonno kivabe apply korte hoi . Bangladesh ar jekono university theke korlei ki bahire jawar sujug thake ? Ami BUHS (Bangladesh university of health and science ) a korsi ....

Related Post