X

যেভাবে বিনামূল্যে হবেন ACP এর স্টুডেন্ট মেম্বার MACP (Student)

অ্যামেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস (ACP) এর স্টুডেন্ট মেম্বারশীপ যেটাকে MACP (Student) বলে, পাওয়া যায় বিনামূল্যে। মেম্বার হিসাবে ACP এর সাইটে লগইন করে CME মড্যুলের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্সে ইনরোল করা যায় । এছাড়া ইমেইলে বিনামূল্যে ACP এর নিউজলেটার পাওয়া যাবে ।

বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজ এখনো লিস্টেড নয়। মোটামুটি সরকারী সব মেডিকেল এবং সুপারস্পেশিয়ালাইজড প্রতিস্ঠানগুলো থেকে নিবন্ধন করা যাবে।

1. প্রথমে এই লিংকে প্রবেশ করুন। নিচের ছবির মত রেজিস্ট্রেশন ফর্ম পাবেন।

উপরের লিংকে সমস্যা হলে প্রথমে http://www.acponline.org/membership/join/students/ এ যান এরপর

If you are New to ACP, begin the Student membership application process এ ক্লিক করুন।

২. ফর্মটি ঠিকমত পূরণ করুন এবং Register বাটন চাপুন।

3. সবকিছু ঠিক থাকলে রেজিস্ট্রেশন হবে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চাবে নিচের ছবির মত। সবকিছু ঠিকমত পূরণ করে I agree তে ক্লিক করে Continue করুন।

4.  পরের পেজে নিচের ছবির মত আসবে এখানেও Continue করুন।

5. পরের পেজে বিল সংক্রান্ত তথ্য আসবে। যেহেতু স্টুডেন্ট মেম্বারশীপের খরচ নেই তাই 0$ দেখাবে। এখানে Checkout এ ক্লিক করবেন।

 

6. পরের পেজে নিচের মত ছবি আসবে। এখানে Process My Order এ ক্লিক করবেন।

7. সবকিছু ঠিত থাকলে আপনার কাজ শেষ এবং নিচের ছবির মত Congratulation পেজ পাবেন।

 

8. এবার আপনার ইমেইল চেক করুন। ইমেইলে কাস্টমার আইডি পাবেন নিচের মত-

 

ভবিষ্যতে রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনে কিভাবে করতে হয় সেটা জানাব। কোন সমস্যা হলে জানাবেন।

—তানজিল।

প্ল্যাটফর্ম ওয়েব:

View Comments (49)

Related Post