X

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক লাখ

নিজস্ব প্রতিবেদক,

২৮ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রে মহামারী কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক লাখ। যার ৪৫ ভাগেরও বেশি আক্রান্ত নিউইয়র্ক শহরে। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর প্রথম কেস পাওয়া যায় ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি। মার্চের ১০ তারিখ পর্যন্ত তা অল্প অল্প করে বৃদ্ধি পেতে থাকলেও এরপর তা বৃদ্ধি পেতে থাকে খুব দ্রুত। এর একটি অন্যতম কারণ হতে পারে এই সময়ের পর যুক্তরাষ্ট্র সরকার ব্যাপকভাবে টেস্ট করা শুরু করে। প্রতিদিন বারো-তেরোহাজার আক্রান্ত বাড়তে থাকে। যার ফলশ্রুতিতে ১০ই মার্চে যেখানে যুক্তরাষ্ট্রে রোগী ছিল ৯৯৪ জন, ২০শে মার্চে এসে তা দাঁড়ায় ১৯,৩৬৭ জন এবং আজ ২৮ শে মার্চে তা ১ লাখ পেড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেলেও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এই দেশটিতে। তবে মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্র এখনো কোভিড-১৯ মহামারীর প্রাথমিক ধাপে আছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মাত্র ২৫২৫ জন। যেসব রোগীদের ফলাফল এসেছে তাদের মাঝে হিসাব করা হলে তা ইতালীর কাছাকাছিই। মৃত্যুর মিছিল ঠেকাতে যুক্তরাষ্ট্র কি ব্যবস্থা নেয় তাই নির্ধারণ করবে আসন্ন দিনগুলোতে দেশটির ভাগ্য।

গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন আক্রান্ত ১৮,৬৯১ জন এবং মৃত্যু ৪৯১ জন। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু সবই বাড়ছে দিনদিন। যুক্তরাষ্ট্র ইতালীর থেকে শিক্ষা গ্রহণ করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে মৃতের সংখ্যা কমিয়ে আনতে পারবে এটাই সকলের কাম্য।

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post