X

যুক্তরাজ্যের আরসিপিএস, গ্লাসগো কর্তৃক পুরষ্কারলাভ করেছেন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা

প্ল্যাটফর্ম নিউজ, ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

বাংলাদেশের প্রখ্যাত ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রফেসর ডা. মতিউর রাহমান মোল্লাকে [পিএইচডি, এফসিপিএস, প্রেসিডন্ট (বাংলাদেশ এ্যাকাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল)] তাঁর শিক্ষাগত কৃতিত্ব এবং চিকিৎসাবিষয়ক কাজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান এণ্ড সার্জন্স অব গ্লাসগো কর্তৃক প্রদানকৃত এফডিএস আরসিপিএস গ্লাসগো এর বিশেষ মর্যাদাপূর্ণ ফেলোশিপ পুরষ্কারে ভূষিত হওয়ার জন্য প্রাণঢালা অভিনন্দন। উল্লেখ্য, তিনিই প্রথম বাংলাদেশী সার্জন, যাঁকে ওরাল এণ্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এমন মর্যাদাপূর্ণ ফেলোশিপ এ ভূষিত করা হয়েছে।

এটি বাংলাদেশ এ্যাকাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালসহ পুরো ডাক্তার সমাজের জন্য অত্যন্ত গৌরবময় সংবাদ।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. মতিউর রাহমান মোল্লার সর্বদা সুস্থতা ও সাফল্যপূর্ণ জীবন কামনা করছি। বাংলাদেশ ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে তাঁর অগ্রগতি ও নিরলস অবদানের জন্য প্ল্যাটফর্ম পরিবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

নিজস্ব প্রতিবেদক/ নুসরাত ইমরোজ হৃদিতা

Sarif Sahriar:
Related Post