X

ময়মনসিংহে প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর দ্বিতীয় জমজ সন্তানের জন্ম

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুন, ২০২০, রবিবার

বাংলাদেশে এই প্রথম জমজ সন্তানের দুইজনের জন্মের সময়ের ব্যবধান ৩৯ দিন। বিস্ময়কর এই জমজ সন্তানের জন্ম হয় ডা. শিলা সেনের অধীনে।

সাধারণত জমজ শিশুদের জন্মের ব্যবধান স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে ৩০ মিনিট। বলা হয়, ১৫ মিনিটের মধ্যে হলে ভালো, না হলে ২য় শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হয়।
গাজীপুরের ২৮ বছর বয়সি রীতা তার ডেলিভারির জন্য স্মরণাপন্ন হন ডাঃ শিলা সেনের। তার বিয়ে হয়েছে সাড়ে তিন বৎসর, এরই মধ্যে রীতার সাত মাসের গর্ভকালীন বাচ্চা প্রি-টার্ম বেবি হয়ে মারা যায়। তাই এবার যখন টুইন প্রেগনেন্সি ধরা পরলো তখন প্রথম থেকেই তার জন্য অতিরিক্ত সাবধানতা ছিলো এবং এই জন্য সাড়ে তিন মাসের সময় জরায়ুমুখে সেলাই করা হয়েছিল। তার পরেও তিনি ৩১ সপ্তাহের সময় লেবার পেইন নিয়ে ভর্তি হন, প্রথমে লেবার এরেস্ট করার চেষ্টা করা হয় কিন্তু হয়নি বিধায় জরায়ুমুখের সেলাই কেটে দিয়ে ১ম ১১০০ গ্রাম ওজনের কন্যা সন্তান ডেলিভারি করা হয় গত ১৩ মে, ২০২০ শিলাঙ্গন হাসপাতালে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল’ এর নিউনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয়।

ছবিতে রীতার স্বামী, রীতা ও তাদের দুই জমজ সন্তান

আর এদিকে মায়ের ২য় বাচ্চার থলি ইনটেক্ট থাকায় এবং ব্যথা একদম কমে যাওয়ায় ডাক্তার রোগী ও তার স্বামীর সাথে প্রেগনেন্সি কন্টিনিউ করতে বলেন। এরপর তাকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ডা. শিলা সেনের অধীনেই ট্রান্সফার করা হয় এবং প্রেগনেন্সি কন্টিনিউ করার ব্যবস্থা করা হয়। তিনবার তার আল্ট্রাসোনোগ্রাম করা হয়। পরবর্তীতে গত ২২ জুন ২০২০ তারিখে তিনি ২.২ কেজি ওজন সম্পন্ন পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে তার দুজন সন্তানই সুস্থ আছে। উল্লেখ্য, ১ম কন্যা তার জন্মের ৫ দিন পর থেকেই বাড়িতে ছিল।
ডা. শিলা সেন

এমন জমজ সন্তানের এক শিশু জন্মের ৩৯ দিন পর অন্য শিশুর জন্মের ঘটনা বাংলাদেশে এর পূর্বে ঘটেনি। করোনা কালীন সময়ে এটি একটি বিশেষ অর্জন।

নিজস্ব প্রতিবেদক / সাদিয়া কবির

Fahmida Hoque Miti:
Related Post