X

মেডিসিন ও সার্জারির ভিডিও টিউটোরিয়াল কালেকশান-১ @ ই-প্লাটফর্ম

মেডিসিন ও সার্জারির অনেক কিছুই আমরা লেকচার শুনি ও বই এ পড়ি। কিন্তু জিনিসগুলো দেখলে মনে রাখাটা আরো সহজ হয়।
এরজন্যই অনেক বই এর সাথে ভিডিও টিউটোরিয়াল এর সিডি দেয়া থাকে।


প্লাটফর্ম এর উদ্যোগে ফাইনাল প্রফের জন্য কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হচ্ছে । অতি শীঘ্রই টা সবার জন্য উন্মুক্ত করা হবে।
এ ব্যাপারে কোন মতামত,সাহায্য করতে চাইলে আমাদের জানাতে পারেন।
info@platform-med.org
dr.sssiam@platform-med.org

আজ আমরা এমন কিছু ভিডিও টিউটোরিয়াল এর কালেকশান দেখে নি ।

How to suture

বিভিন্ন রকম সেলাই এর সুন্দর করে বর্ণনা ও পদ্ধতি দেয়া আছে এইখানে। ইন্টার্ন ও জুনিয়র ডাক্তার দের আশা করি কাজে লাগবে ।

 

Macleod’s Clinical examination 13th edition

Operative Surgery for Undergraduates – Dr. Ghanashyam Vaid

অনেক সময় অনেক ছোট ছোট অপারেশান দেখা হয়ে ওঠে না। এই টিউটোরিয়াল ইন্দিয়ার এক ডাক্তার করেছেন। ভিডিও কোয়ালিটি খুব ভাল মানের না হলেও শেখার জিনিস আছে অনেক। আক্ষেপ আমাদের দেশের অনেক ভালো ভালো চিকিৎসক থাকার পরও আমরা আমাদের মেডিক্যাল শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে না।

Clinical Examination in Surgery by Dr. Ghanashyam Vaidya

জেনারেল সার্জারির Swelling,Ulcer,Lump ইত্যাদি বিষয়ের পরীক্ষা কিভাবে করতে হবে বিস্তারিত বর্ণনা করা আছে এই টিউটোরিয়াল এ

Basic Surgery Skills – Royal College of Surgeons

সার্জারির বেসিক নিয়ে কিছু সুন্দর টিউটোরিয়াল আছে এখানে।

 

 

 

Essential Surgical Skills

Suture – Basic Technique

 

by- S.S.S

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (17)

Related Post