X

মেডিকেল রিসার্চঃ বাংলাদেশের প্রেক্ষাপট

প্ল্যাটফর্ম নিউজ, ৭ এপ্রিল, ২০২১, বুধবার

১-৭ এপ্রিল ২০২১ চিকিৎসক সপ্তাহ উপলক্ষে প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ারস ট্রাস্ট কর্তৃক আয়োজিত এক সপ্তাহব্যাপী কার্যক্রমের ৫ম দিনের আয়োজন ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেলের রিসার্চ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. দীপক মিত্র (প্রফেসর এন্ড চেয়ারম্যান অব পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ডা. মনির হোসেন (চিফ কনসালট্যান্ট, ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিক্স, অধ্যাপক, নিওনেটাল মেডিসিন এন্ড এনআইসিইউ বিভাগ, বাংলাদেশ ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, ঢাকা শিশু হাসপাতাল) এবং ডা. মো. শেখ শহীদ উল্লাহ (দপ্তর সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলোয়ারা ইয়াসমিন প্রিয়া (সদস্য, প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি)।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে মেডিকেল সেক্টরের বর্তমান সময়ের গবেষণার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ডা. দীপক মিত্র শুরুতেই বলেন “বাংলাদেশে বর্তমানে ক্লিনিক্যাল রিসার্চ থেকে পাবলিক হেলথের রিসার্চ প্রাতিষ্ঠানিকভাবে বেশি হয়। কারণ ক্লিনিক্যাল রিসার্চ এর জন্য যেই পরিমান সময় দিতে হয় তা আমাদের দেশের প্রেক্ষাপটে দেওয়া সম্ভব হয়ে উঠে না।” উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে বর্তমান সময়ে ভূমিকা রাখা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। অন্যদিকে ডা. মনির হোসেন বলেন, “বর্তমান সময়ে রোগীর অতিরিক্ত চাপের ফলে ক্লিনিক্যাল রিসার্চ এ কোয়ালিটি সময় দেওয়া হয় না যার কারণে ক্লিনিক্যাল রিসার্চ এর দিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে”। যদিও আমাদের দেশের মেডিকেল কারিকুলামে রিসার্চ করার বা শেখার তেমন একটা সুযোগ তৈরী হয় না তবে আশার বানী হল ধীরে ধীরে আমাদের মেডিকেল স্টুডেন্টদের মধ্যে পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল রিসার্চে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
সাওসান কবির চৌধুরী মাইশা

হৃদিতা রোশনী:
Related Post