X

মুজিববর্ষের কার্যক্রম ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের

১১ জানুয়ারী, ২০২০

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারী দীর্ঘ কারাভোগের পর স্বাধীন বাংলার বুকে প্রত্যাবর্তন করেন। ঐতিহাসিক এই দিনটিকে তাই বেছে নেয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের ক্ষণগননার দিন হিসেবে। এ উপলক্ষ্যে সরকারের বিভিন্ন বিভাগ নানা আয়োজন সম্পন্ন করেছে ও মুজিববর্ষে তাদের কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল, ১০ জানুয়ারী,  স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডাঃ Abul Kalam Azad স্যারের নেতৃত্বে অতিরিক্ত মহাপরিচালক Nasima Sultana ও Sanya Jhora ম্যাডামসহ অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতির জনকের ম্যুরালে পুষ্প স্তবক অর্পন করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে ডিজিটাল কাউন্টডাউনের উদ্বোধন করা হয়। ডিজিটাল কাউন্টডাউন মিটারটি দেখা যাবে এই লিংকে -[http://pds.dghs.gov.bd/countdown/countdown.html](http://pds.dghs.gov.bd/countdown/countdown.html)

মুজিববর্ষকে সামনে রেখে অধিদপ্তরের পক্ষ থেকে চিকিৎসকদের সোশাল ফোরাম প্ল্যাটফর্ম গ্রুপে স্বাস্থ্যখাতের জন্য স্লোগান আহবান করা হয় এবং ৪৩টি চমৎকার স্লোগান এর মাঝ থেকে “মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ” স্লোগানটিকে চূড়ান্তভাবে নির্বাচন করে কাউন্টডাউন মিটারে ব্যবহার করা হয়। স্লোগানটির জন্য ডাঃ Nurul Hasan Babu কে ধন্যবাদ ও অভিনন্দন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আপনাকে আলাদাভাবে সম্মাননা জানানো হবে।

ক্ষণগণনা উদ্বোধন শেষে জাতীয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ঘোষিত কর্মসূচি পালন ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মুজিববর্ষে প্রাথমিকভাবে নিম্নোক্ত কর্মসূচি পালনের পরকিল্পনা ঘোষণা করা হয়ঃ

মার্চ ২০২০- যক্ষ্মা প্রতিরোধ ও সেবা মাস
এপ্রিল ২০২০- ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও সেবা মাস
মে ২০২০- নিরাপদ মাতৃত্ব, শিশু, কৈশোর ও মাতৃস্বাস্থ্য সেবা মাস
জুন ২০২০- দেশজ চিকিৎসা প্রচারণা ও সেবা মাস
জুলাই ২০২০- পুষ্টি সেবা ও সচেতনাতা মাস
আগস্ট ২০২০- জনসম্পৃক্ত ও জনকেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা মাস
সেপ্টেম্বর ২০২০- স্বাস্থ্য সেবায় রোগী নিরাপত্তা উন্নয়ন মাস
অক্টোবর ২০২০- মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সেবা মাস
নভেম্বর ২০২০- অসংক্রামক রোগ সচেতনতা ও সেবা মাস
ডিসেম্বর ২০২০- সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রচারণা মাস
জানুয়ারি ২০২১- এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা মাস
ফেব্রুয়ারি ২০২১- ভাইরাল হেপাটাইটিস সচেতনতা ও সেবা মাস
মার্চ ১৭, ২০২১ পর্যন্ত- মুজিববর্ষের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যালোচনা এবং পরবর্তী করনীয় নির্ধারন।

প্ল্যাটফর্মের পক্ষ থেকেও মুজিববর্ষ উপলক্ষ্যে একাধিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই মুহুর্তে চলছে অনলাইন ফটোগ্রাফি কনটেস্ট, এছাড়া ক্রমান্বয়ে আসবে দুটি প্রকাশনা, অনলাইন সিএমই প্ল্যাটফর্ম, সমন্বিত জিপি কেয়ার নেটওয়ার্ক, প্ল্যাটফর্ম ওপেন রিসার্চ ফোরাম, নিরাপদ চিকিৎসা কর্মস্থল ও রোগী সুরক্ষা দিবস পালন এবং ইন্টার মেডিকেল কলেজ ফেস্টিভাল।

লেখাঃ ডাঃ মোঃ মারুফুর রহমান অপু

কো-ফাউন্ডার, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post