X

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের এমবিবিএস ২০১৯-২০২০  শিক্ষাবর্ষের ও কলেজের ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে ৷ “Enter to learn,  leave to serve” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় নবনির্মিত অত্যাধুনিক অডিটোরিয়ামে নবীনদের ফুল দিয়ে বরণ করে KYA-১৫ ব্যাচের শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে অধ্যক্ষ  ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মাসুম হাবীব, ভাইস চ্যান্সেলর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
•মোহাম্মদ ইউসুফ,  পরিচালক ট্রাস্টিবোর্ড খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ৷
•প্রফেসর ডাঃ হোসেন রেজা, ভাইস চ্যান্সেলর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ।
•ডাঃ রুবাইয়াত ফারজানা হোসাইন, পরিচালক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হসপিটাল।
•অধ্যাপক ডাঃ জুলফিকার আলী, প্রফেসর  মেডিসিন বিভাগ৷
সঞ্চালনায় ছিলেন KYA-১২ ব্যাচের ত্বাকী জাওয়াদ দিহান এবং  হুবা রিয়াজ৷ এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন শাহ দিবা খান এবং দিব্বশ্রী৷

অনুষ্ঠানের শুরুতেই একমিনিট নিরবতা পালন  করা হয় খাজা ইউনুস আলী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা কর্মবীর প্রয়াত ডাঃ মীর মোঃ আমজাদ হোসেন স্যারের প্রতি৷ এছাড়া ডাঃ হোসেন রেজা স্যার তার আবেগঘন  বক্তব্যে স্মৃতিচারণ করেন   ডাঃ মীর মোঃ আমজাদ হোসেন স্যারের বর্নাঢ্য কর্মজীবন নিয়ে ৷
স্বাগত বক্তব্য রাখেন ডাঃ তাইফুল স্যার,  অধ্যাপক সার্জারী ডিপার্টমেন্ট৷  এরপরই কলেজ পরিচিতি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাসুম হাবীব স্যার এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন,  সমাজে ডাক্তারদের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন এবং শিক্ষার্থী ডাক্তারদের আরো গবেষনাধর্মী হতে হবে, মেডিকেল শিক্ষা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শপথ পাঠ করান অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম স্যার এবং হোস্টেল রুলস রেগুলেশন নিয়ে বলেন সহকারী অধ্যাপক ডাঃ রাশেদ মোস্তফা স্যার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রত্যেক বিভাগের সম্মানিত অধ্যাপক,  সহযোগী অধ্যাপক,  সহকারী অধ্যাপক,  রেজিস্টার, সহকারী রেজিস্টার এবং মেডিকেল অফিসারগন৷ পরবর্তীতে নতুন ব্যাচের শিক্ষার্থীদের আইডিকার্ড প্রদান এবং হসপিটাল প্রশাসক ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম স্যার সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় এ অনুষ্ঠান৷

নিজস্ব প্রতিবেদক /শেখ লুৎফুর রহমান তুষার

Fahmida Hoque Miti:
Related Post