X

মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসকদের নামের তালিকা

মহান মুক্তিযুদ্ধে পাক-বাহিনী এবং আলবদর বাহিনীর হাতে নিহত চিকিৎসকগনের নামের তালিকা।
১ ডা ফজলে রাব্বী
২ ডা আব্দুল আলীম চৌধুরী
৩ ডা সামসুউদ্দিন আহমেদ
৪ ডা আজহারুল হক
৫ ডা হুমায়ূন কবির
৬ ডা সোলায়মান খান
৭ ডা মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
৮ ডা কসির উদ্দিন তালুকদার
৯ ডা মনসুর আলী
১০ ডা গোলাম মর্তুজা
১১ ডা হাফেজ উদ্দিন খান
১২ ডা জাহাংগীর
১৩ ডা এ জব্বার
১৪ ডা শ্যামল কান্তি লালা
১৫ ডা হেম চন্দ্র বসাক
১৬ ডা কাজী ওবায়দুল হক
১৭ ডা নরেন ঘোষ
১৮ ডা আলহাজ্ব মমতাজ উদ্দিন
১৯ ডা জিকরুল হক
২০ ডা হাসিময় হাজরা
২১ ডা সামছুল হক
২২ ডা মফিজ উদ্দিন খান
২৩ ডা এস রহমান
২৪ ডা অমূ্ল্য চন্দ্র চক্রবর্তী
২৫ ডা এ গফুর
২৬ ডা আতিকুর রহমান
২৭ ডা মনসুর আলী
২৮ ডা গোলাম সরওয়ার
২৯ ডা রমনী দাস
৩০ ডা আর সি দাস
৩১ ডা এস কে সেন
৩২ ডা রবিউল হক
৩৩ ডা এ কে এম গোলাম মোস্তফা
৩৪ ডা মিহির কুমার সেন
৩৫ ডা মকবুল আহমেদ
৩৬ ডা সালেহ আহমেদ
৩৭ ডা এনামুল হক
৩৮ ডা অনিল কুমার সেন
৩৯ ডা মনসুর(কানু)
৪০ ডা সুশীল চন্দ্র শর্মা
৪১ ডা আশরাফ আলী তালুকদার
৪২ ডা কাজল ভদ্র
৪৩ ডা মো বজলুল হক
৪৪ ডা লেঃ এ এফ এম ফারুক
৪৫ ডা লেঃ কঃ জিয়াউর রহমান
৪৬ ডা লেঃ কঃ বদিউল আলম
৪৭ ডা লেঃ কঃ জাহাংগীর
৪৮ ডা লেঃ কঃ সৈয়দ আব্দুল হাই
৪৯ ডা মেজর আসাদুল হক
৫০ ডা মেজর রিয়াজুর রহমান
৫১ ডা মেজর মুজিবুদ্দিন আহমেদ
৫২ ডা মেজর নাইমুল ইসলাম
৫৩ ডা লেঃ নুরুল ইসলাম
৫৪ ডা লেঃ এনামুল হক
৫৫ ডা মনসুর রহমান
৫৬ ডা গোপাল চন্দ্র সাহা
৫৭ ডা নরেন্দ্র নাথ দত্ত
৫৮ ডা এ বি এম নুরুল আলম
৫৯ ডা এ মুক্তাদির
৬০ ডা রেবতী কান্ত সান্যাল
৬১ ডা ক্ষিতিশ চন্দ্র দে
৬২ ডা এ রহমান
৬৩ ডা নওসের আলী
৬৪ ডা সাইদ মোহিত ইমাম
৬৫ ডা মেজর আমিনুল ইসলাম
৬৬ ডা লেঃ কঃ বি এ চৌধুরী
৬৭ ডা লেঃ কঃ আমিনুল হক
৬৮ ডা লেঃ খন্দকার নুরুল ইসলাম
৬৯ ডা রফিক আহমেদ
৭০ ডা অমলেন্দু দাক্ষী
৭১ ডা আব্দুন নূ্র
৭২ ডা আব্দুল মান্নান মোল্লা
৭৩ ডা কোরবান আলী
৭৪ ডা দিগেন্দ্র চন্দ্র এন্দ
৭৫ ডা নিশি হরি নাগ
৭৬ ডা ম আলমগীর মিঞা
৭৭ ডা মনোরঞ্জন জোয়ার্দার
৭৮ ডা মতিয়ূর রহমান
৭৯ ডা শফী
৮০ ডা ম শাখাওয়াৎ হোসেন
৮১ ডা ম শামসাদ আলী
৮২ ডা মাহতাব উদ্দিন আহমেদ
৮৩ ডা মোজাম্মেল হক
৮৪ ডা শাহ আব্দুল আজিজ
৮৫ ডা শাহ আমিন হোসেন
৮৬ ডা সুজাউদ্দীন আহমেদ
৮৭ ডা হাসিবুর রহমান
৮৮ ডা হেমন্ত

পড়বেন এই মানুষদের সম্পর্কে ?একজন চিকিৎসকই পূর্বপুরুষের আত্মত্যাগের কথা সংগ্রহ করেছেন পরম শ্রদ্ধায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ এর প্রকল্প পরিচালক ডাঃ বায়জীদ খুরশীদের মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ?

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে এই সকল অকুতোভয় বীর ডাক্তারদের ‘প্ল্যাটফর্ম’ এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

এই মানুষগুলো বেঁচে থাকলে দেশের মানুষ কতটা ভালো সেবা পেত? অনাগত প্রজন্ম হিসেবে আমরা কতটা ত্যাগ আর লড়াই শিখতাম। এই চিকিৎসকদের হত্যা করে কি ভয়ংকর ক্ষতি হয়েছে এই দেশে… শুধু একজন চিকিৎসক আলীম বা একজন ডাঃ রাব্বী বা ডাঃ শামসুদ্দীন নন প্রত্যেকজন শহীদ চিকিৎসকের জীবনী খুঁজে বের করে প্রকাশ করার জন্য আরেকজন চিকিৎসক ডাঃ বায়জীদ খুরশীদ কে ধন্যবাদ জানাই, যদিও বইটির ডাউনলোডের লিংক শেয়ার করছি তবুও অনুরোধ করছি বইটির হার্ড কপি সংগ্রহ করতে।
এখনো খুনিদের বংশধর ভদ্র বেশে আমাদের মাঝেই ঘুরে বেড়ায়, এদের বিরুদ্ধে লড়াই করার শক্তি হোক বাংলাদেশের সকল চিকিৎসকদের একতা…

ডাঃ মোহিব নীরব

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post