X

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির

মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। সে ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে মুক্তামনির হাতে আমরা ৫০ শতাংশ চামড়া লাগিয়েছিলাম। সেই চামড়া পুরোটাই তার হাতে লেগে গিয়েছে। আজ (সোমবার) বাকি ৫০ শতাংশ চামড়া লাগানোর কাজ আমরা শেষ করলাম। তিন দিন পর তার এ ৫০ শতাংশের ড্রেসিং করা হবে। আশা করছি, ঠিকভাবে চামড়া লেগে যাবে, কোনও জটিলতা হবে না।’

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে বিশেষজ্ঞ একদল চিকিৎসক আজ (সোমবার) মুক্তামনির স্কিন গ্রাফটিংয়ে অপারেশনে অংশ নেন।

সুত্রঃ Bangla Tribune

Vivek Podder:
Related Post