X

মিটফোর্ডে কোভিড-১৯ পজিটিভ দুইজন ইন্টার্ন চিকিৎসক, নেই কোনো কোয়ারেন্টাইন বা আইসোলেশনের ব্যবস্থা”

প্ল্যাটফর্ম নিউজ
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

রোগী তার ইতিহাস গোপন এবং সন্দেহজনক রোগীর চিকিৎসা দেয়ার কারণে ইতোমধ্যেই মিটফোর্ড হাসপাতালে গাইনী, মেডিসিন ও সার্জারী বিভাগ মিলিয়ে ১১ জন চিকিৎসক, নার্স ও এমএলএসএস সহ মোট ২২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শামিল হয়েছেন সদ্য ফাইনাল প্রফ পাশ করে যাওয়া দুইজন ইন্টার্ন চিকিৎসক।

গতকাল গাইনী ইউনিট ৩ এর একজন ইন্টার্ন চিকিৎসক কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর আজ টেস্ট রেজাল্টে পজিটিভ আসে গাইনী ইউনিট-৫ এর আরেকজন ইন্টার্ন চিকিৎসক। এ নিয়ে মিটফোর্ড হাসপাতালের মোট আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা দুই জন।

চিকিৎসকেরা একের পর এক আক্রান্ত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেয়া হয় নি কোনরূপ কোয়ারেন্টাইন বা আইসোলেশনের ব্যবস্থা। এ প্রসঙ্গে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুন নবী’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানান।

ডা. সজীব কুমার ঘোষ
নিজস্ব প্রতিবেদক

হৃদিতা রোশনী:
Related Post