X

মাদারীপুরের শিবচর: দেশের প্রথম লকডাউন

বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

আজ ১৯শে মার্চ, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পূর্বঘোষণার বাস্তবায়ন হিসেবে দেশের সর্বোচ্চ বিদেশ ফেরত ও কোয়ারেন্টাইনে থাকা এলাকা মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান নির্দেশনা অনুযায়ী, উক্ত উপজেলার শুধু মাত্র ঔষধের দোকান ও অতিব প্রয়োজনীয় দোকান বাদে সকল কিছু বন্ধ থাকবে। বাইরের কেউ এলাকায় প্রবেশ অথবা এলাকার কেউ বাইরে যেতে পারবে না। এছাড়া কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আর এসকল বিষয় নিশ্চিত করতে সার্বক্ষনিক পুলিশি টহল থাকবে পুরো এলাকা জুড়ে।

উল্লেখ্য, COVID-19 সংক্রমন নিশ্চিত হওয়া বেশিরভাগ রোগী শিবচর এলাকার। এছাড়াও প্রায় সাড়ে ছয়শত এর কাছাকাছি ব্যক্তি গত কয়েক দিনে ইতালি সহ নানা দেশ থেকে ফিরেছেন এ এলাকাতেই। তাদের বেশিরভাগই হোম কোয়ারন্টাইনের নিয়ম মানছেন‌ না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

এছাড়াও আরো যেসব এলাকা ভবিষ্যতে লকডাউনের সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে মাদারীপুরের অন্যান্য উপজেলা সহ শরিয়তপুর ও ফরিদপুর উল্লেখ্যযোগ্য।

নিজস্ব প্রতিবেদক
মোঃ নাফিউল ইসলাম টিপু

হৃদিতা রোশনী:
Related Post