X

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডাক্তারদের লাইসেন্স পরীক্ষা নিয়ে কিছু কথা

লিখেছেন: জাহিদ হাসান, প্ল্যাটফর্ম Career Wing

ক্লিনিক্যাল রোটেশন এবং পোস্ট-গ্র্যাজুয়েশন এর ক্ষেত্রে লাইসেন্সিং পরীক্ষায় পাস করতে হয় তা আমাদের সকলেরই বোধগম্য। ইউরোপ, আমেরিকা মহাদেশ গুলোর লাইসেন্সিং পরীক্ষা সম্পর্কিত প্রচুর তথ্য আমরা জানি বলে সাধারনত এ দেশ গুলো নিয়েই ভেবে থাকি। কিন্তু এখনকার সময়ে চিকিৎসকদের অন্যতম, জনপ্রিয়, প্রথম পছন্দ হচ্ছে মধ্যপ্রাচ্য! এজন্যই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চায়না সহ সারা বিশ্বে অসংখ্য agency গড়ে উঠেছে Dr. Recruitment এর জন্য! আমাদের দেশের চিকিৎসক আন্তর্জাতিক ভাবে অনেক সুনাম অর্জন করছে এটা আমাদেরই গর্ব। কিছুদিন আগেও আমাদের দেশ থেকে BOESL ( Bangladesh Overseas Employment & service limited) এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ডাঃ নিয়োগ করা হত। কিন্তু নানাবিধ সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতার জন্য মধ্যপ্রাচ্য আমাদের দেশ থেকে ডাঃ নিয়োগ বন্ধ রেখেছে, এটা আমাদের ব্যর্থতা। তাই বলে ” Licensing exam” নামক আন্তর্জাতিক প্রক্রিয়া থেমে নেই!

কিভাবে এই পরীক্ষা দিয়ে কাঙ্খিত সাফল্যে পৌছানো যায় তা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে শেয়ার করছি:

উল্লেখযোগ্য কয়েকটি প্রধান মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে :

UAE (United Arab Emirates), Saudi-arabia, Qatar, Oman.

★ UAE এর ৭ টি এমিরেটস রয়েছে। Abudhabi, Dubai, Sharjah, Ajman, Fujainah, Ras al-khaimah, Umm al-Qaiwain.

এর মধ্যে অন্যতম হল : Abu-dhabi এবং Dubai। এরাই UAE এর ৮০% অর্থনীতি নিয়ন্ত্রন করে থাকে।

UAE এর ৩ টি লাইসেন্সিং এক্সাম রয়েছে।

১। MOH

২। DHA

৩। HAAD

★ MOH ( Ministry Of Health) : Dubai & Abu-dhabi ছাড়া বাকী ৫ টি ইমিরেটস এর জন্য MOH দিতে হয়।

★ DHA ( Dubai Health Authority) : DHA এর নতুন নামকরন করা হয়েছে, তাই অনেকের কাছেই অপরিচিত মনে হতে পারে, এর পূর্ব নাম : DOHMS ( Department of Health & Medical Services) . যা শুধুমাত্র দুবাই এর জন্য দিতে হয়।

* HAAD ( Health Authority Of Abu-dhabi) : শুধুমাত্র Abu-dhabi এর জন্য দিতে হয়।

MOH, DHA, HAAD এর ডিটেইলসঃ

রেজিস্ট্রেশন নিয়মাবলীঃ

1. ইংরেজী অথবা এরাবিক ফর্মে বিস্তারিত CV

2.সত্যায়িত ব্যাসিক ডিগ্রীর (গ্র্যাজুয়েশন) কপি

3.ব্যাসিক ডিগ্রীর ট্রান্সক্রিপ্ট

4.সত্যায়িত ইন্টার্নশীপ সার্টিফিকেট

5.সত্যায়িত অভিজ্ঞতার সার্টিফিকেট

6. ৪টি ছবি

7.পাসপোর্ট এর ফটোকপি

8.রেজিঃ ফি (১০০ দিরহাম= ২১০০ টাকা)

9.ইন্টার্নশীপের পর কমপক্ষে ২ বছরের অচিজ্ঞতা

10. ৩ বারের বেশী অকৃতকার্য হওয়া যাবেনা।

পরীক্ষা সংক্রান্তঃ

পরীক্ষা হয় বছরে ২ বার, এর ৩ টি পার্ট।

১. Written

২.practical

৩. Oral

★ পরীক্ষা কোথায় দিবেন?- prometric এর ওয়েবসাইট এর মাধ্যমে ইচ্ছানুযায়ী যেকোনো ১টি সেন্টার, তারিখ পছন্দ করে নিতে পারেন।

prometric website:https://www.register.prometric.com/Menu.asp

যেতে হবে নিজ দায়িত্বে। সাধারনত যেসকল দেশে পরীক্ষা হয়না তারা নিজ দেশ থেকে ভিসিট ভিসা নিয়ে পরীক্ষা দিয়ে থাকেন।

★ 2 attempt এর মাঝে পাস করতে না পারলে মিনিস্ট্রি / প্রাইভেট যেকোনো পোস্ট এর জন্য অযোগ্য হয়ে যায়!

exam cost: ৫০০০/- মাত্র

★ সকল ডকুমেন্ট মিনিস্ট্রি অফ ফরেইন এফেয়ার / এমবাসি থেকে সত্যায়িত করতে হবে।
ডকুমেন্ট টাইপ: PDF, JPG, JPEG, DOC, DOCX, XLS, ZIP, RAR এর মধ্যে হতে হবে
ডকুমেন্ট সাইজ: 4882 KB ( maximum)

Saudi-arabia :
সৌদি আরাবের লাইসেন্সিং এক্সাম এর নাম SLE (Saudi Licensing Exam).
Exam type: MCQ
Exam cost: 100 US$ (৭৮০০ টাকা)

উল্লেখ্য যে যারা জন্ম সূত্রে সে দেশের PR (permanent resident) পায়নি তাদের ক্ষেত্রে SLE দিতে হলে নিজ দেশে ইন্টার্ন এর পর ২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। এবং এর পর SLE পাশ করলে সৌদি আরবে জব পেয়ে ২ বছর কাজের অভিজ্ঞতা হলে তারপর সরকার স্থায়ী লাইসেন্স দিয়ে থাকে।

জব খুঁজে নিতে হবে এজেন্সি / ওয়েবসাইট এর মাধ্যমে। এজন্য বিখ্যাত কিছু ওয়েবসাইট এর সাহায্য নিতে পারেন।

www.expatriates.com
www.monstergulf.com
www.bayt.com

★ SLE বছরে ২ বার হয়। মে এবং সেপ্টেম্বর মাসে। সেন্টার : ৪ টি। জেদ্দাহ, রিয়াদ, দাম্মাম, মক্কা

Qatar: কাতার এর লাইসেন্সিং এক্সাম এর নাম SCH ( Supreme Council Of Health) Qatar.
★ prometry ওয়েবসাইট থেকে সেন্টার, তারিখ ঠিক করে এপ্লাই করতে পারেন। এক্সাম ক্রাইটেরিয়া ওমান এর মতই।
Oman:

ওমান এর লাইসেন্সিং এক্সাম এর নাম OMSB ( Oman Medical Speciality Board)

এক্সাম ফি: ৮০০০/-

সাধারনত প্রতি মাসে আগে পরীক্ষা হয়। (পরিবর্তনশীল)

এক্সাম সেন্টার: মাস্কট

Any Exemption?
=YES ! Listed below:

1) USMLE part 3 (USA)
2) PLAB 2 (UK)
3) AMC/MCQ (Australia)
4) MCCQE Part 2 (Canada)
5) TRAS (Ireland)
6) NZREX. (Newzealand)

খুব সম্ভবত সবার মনেই একটা প্রশ্ন জেগে আছে, “What is prometry?”
=prometry হল একটি আমেরিকান কম্পানি যারা সারা বিশ্বের প্রায় ১৬০ টি দেশের ১০০০০ পরীক্ষা সেন্টার এ পরীক্ষা নিয়ে থাকেন! বাংলাদেশে ও এর সেন্টার আছে। আমাদের দেশে এর ২ টি সেন্টার আছে:

১. DIU ( Daffodil Internal University)

২. AAA ( American Alumni Association)

★ আরো একটি প্রশ্ন হচ্ছে আমাদের দেশেই যদি প্রোমেট্রি এর সেন্টার থেকে থাকে তবে আমরা কেন বাহিরে গিয়ে এক্সাম দেই? কারন টা প্রথমেই বলা হয়েছে আমাদের দেশের বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতার জন্য এই দেশ গুলো এখন আমাদের দেশের প্রোমেট্রি তে এক্সাম নেয় না। মধ্যপ্রাচ্যের ব্যপারে যতটুকু জানি শেয়ার করলাম। কথা দিয়েছিলাম মধ্যপ্রাচ্য নিয়ে লিখবো। নির্ভুল তথ্য উপস্থাপনার সর্বোচ্চ চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। কোন প্রশ্ন থাকলে এখানে কমেন্টে জানাতে পারেন, সর্বোচ্চ চেষ্টা করবো। প্ল্যাটফর্ম পত্রিকার প্রতিটি সংখ্যায় এরকম অসংখ্য হেল্পলাইন ছাপা হয়ে থাকে, এবারও ছাপা হয়েছে যা আপনার ক্যারিয়ার কে অনেক বেশী মোটিভেট করতে পারে, আপনার কপিটি সংগ্রহ করতে ভুলবেন না । ধন্যবাদ সবাইকে।

“জয় হউক প্ল্যাটফর্ম এর”
Expatriates এর ওয়েব লিঙ্ক ঃ http://www.expatriates.com/

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (20)

  • ভাল উদ্যোগ, Jahid Hasan । নিজেদের মধ্যে রেষারেষি না করে বাজার বড় করতে হবে।

    • জি ভাইয়া। আপনারা আমাদের গার্ডিয়ান হয়ে আমাদের সাপোর্ট করে গেলে আমরা পাড়বো ।

  • ধন্যবাদ ভাই, আমার একটা জিজ্ঞাসা ছিল। আমি আগামী জুলাই-২০১৭ তে ডিপ্লমা ইন এনেস্থেসিওলজি (ডি,এ) কমপ্লিট করব ইনশাল্লাহ। আমি বিশেষজ্ঞ পদে যেতে চাই, সে ক্ষেত্রে লাইসেন্সিং পরীক্ষা কি একই রকম??

    • প্রথমত, যদি আপনি নিজ থেকেই মধ্যপ্রাচ্যে বিশেষজ্ঞ হিসেবে যেতে চান তবে অবশ্যই প্রথমে আপনাকে বিভিন্ন এজেন্সি/পরিচিত সিনিয়র দের সাহায্যে সেখানে জব পোস্ট খুজতে হবে। যদি আপনি সৌভাগ্যক্রমে পেয়ে যান তবে সেই হসপিটাল থেকে আপনি জবের অফার লেটার পাবেন। সেই অফার লেটার নিয়ে এম্বাসী ফেইস করে ভিসা নিতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্রাইটেরিয়া।
      জব কন্ট্রাক্ট সাধারনত ১-২ বছরের হয়। সময়সীমা অতিক্রম হবার পর যদি আপনার স্কিল ওদের ভাল লেগে থাকে তবে ওরা আবার আপনাকে জব অফার করবে, সেক্ষেত্রে তারা আপনাকে লাইসেন্স পাশ করার কন্ডিশন ধরিয়ে দিবে।
      যদি জব অফার না পাই?
      = সে ক্ষেত্রে আপনাকে প্রথমত একটি বিশেষজ্ঞ হবার ডিগ্রী নিতে হবে। তারপর আপনাকে লাইসেন্স পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তারপর বিভিন্ন জবের ওয়েবসাইট থেকে সরাসরি হসপিটালে এপ্লাই করতে হবে। এভাবে প্রতিযোগীতা বেশী হয়। তবে অবশ্যই অভিজ্ঞদেরকে বেশী অগ্রাধিকার দেওয়া হয় এই সিস্টেমে।

      বাংলাদেশের ডিপ্লোমাকে মধ্যপ্রাচ্যে বিশেষজ্ঞ ডিগ্রী হিসেবে এখন রিকগনাইজ করেনা। এফসিপিএস/এমডি/এমএস ডিগ্রী নিতে হবে আপনার।
      অথবা আপনার এমআরসিপি/ সিএস দিয়ে জিএমসি লাইসেন্স নিতে হবে। জিএমসি লাইসেন্স আপনাকে সেদেশের লাইসেন্স থেকে এক্সেম্পশন দিবে।

    • ডিপ্লোমাকে কাউন্ট না যদি করে থাকে, তাহলে আমি ডিপ্লোমা-ইন-এনেস্থেশিওলজি পাশ করে মধ্য প্রাচ্য যেতে পারব না?

    • কিছু পরিচিত এজেন্সীর নাম ঠিকানা বলুন, প্লীজ

  • MPH করে মধ্য-প্রাচ্যে কি কি কাজের সুযোগ আছে ও কিভাবে করতে হয় .......

Related Post