X

ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে উদ্বোধন করা হবে এম বি বি এস প্রথম বর্ষের ক্লাস

 

৩ জানুয়ারি ২০২০

গুণগত মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।চিকিৎসা পেশায় দেশের মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্যে এ বছর কঠোর গোপনীয়তার নীতি পরিচালনের মধ্য দিয়ে একটি সুষ্ঠ অবাধ প্রতিযোগিতামূলক এবং সর্বজন প্রশংসিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশে বর্তমানে ৩৬ টি সরকারি মেডিকেল কলেজ ও ৭০ টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।যার মোট আসন সংখ্যা ১০৩৪৯ টি (সরকারি ৪০৬৮ টি, বেসরকারি ৬২৮১ টি)।

এ ছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আরোও ৬ টি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে।

দেশের সকল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা একযোগে বিগত ১১ই অক্টোবর ২০১৯ (শুক্রবার) অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফল প্রকাশের পর মেধাক্রম অনুসারে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস কে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ২০১৫ সাল হতে প্রতি বছর এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস ১০ জানুয়ারি হতে শুরু হয়ে আসছে।

প্রতিবারের ন্যায় এবারো ১০ জানুয়ারি ২০২০ তারিখে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরুর দিন ধার্য করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল মেডিকেল কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ক্লাস একযোগে সানুগ্রহ শুভ উদ্বোধন করা হলে মানবসেবার মহোত্তম এ সেবার প্রতি ভবিষ্যৎ এর তরুন ও মেধাবী চিকিৎসকগণ উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন।
এ বিবেচনায় আগামী ১০ জানুয়ারি ২০২০ তারিখে সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য প্রস্তাব পেশ করা হয়।

স্টাফ রিপোর্টার
ওয়াসিফ হোসেন

নাজমুন নাহার মীম:
Related Post