X

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জির প্রস্থান

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ৩১শে আগস্ট, ২০২০, সোমবার

চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আজ ৩১শে আগস্ট , ২০২০ , সোমবার ভারতের দিল্লীর সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার পরলোকগমনের তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্তা প্রদানের মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর ছেলে অভিজিত মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ গত ০৯ আগস্ট রাতে দুর্ঘটনাবশত বাথরুমে পড়ে গেলে সোমবার (১০ আগস্ট) তাঁকে নেয়া হয় দিল্লীর সেনা হাসপাতালে। সেখানে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট জনিত কারণে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরবর্তীতে সেখানেই করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছিলেন তিনি।

স্বাধীনতার সূচনালগ্নেই স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অনন্য ভূমিকা রেখেছেন প্রণব মুখার্জি। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখার্জিকে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়।

Subha Jamil Subah:
Related Post