X

ব্যাকটেরিয়াদের মজার তথ্য

ব্যাকটেরিয়া !!! শুনলেই মনের ভেতর ভয় চলে আসে । এই বুঝি কোন রোগ ব্যাধী নিয়ে হাজির হয়ে গেল । আসুন আজ সেই ব্যাকটেরিয়াদের নিয়ে কিছু মজার তথ্য জেনে নেই ।

★বাচ্চাদের খাওয়ানো বুকের দুধ প্রায় ৬০০ প্রজাতির ব্যাকটেরিয়ায় ভরা। বাচ্চাকে ইম্যুনো গ্লোবিউলিন ও পুষ্টি উপাদান দেয়া মায়ের দুধের প্রধান কাজ নয়। বুকের দুধ প্রধানত খাওয়ানো হয় বাচ্চার দেহে ভালো ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য যারা শরীরের প্রতিরক্ষা বাড়ায়।
★টয়লেটের সিটের চেয়ে অফিসের ডেস্কে ৪০০ গুণ, মোবাইল ফোনে ১৮ গুন, কম্পিউটার কিবোর্ডএ ২০০ গুন, থালা বাসন ধোয়ার জায়গায় ৮০০ গুণ বেশি ব্যাক্টেরিয়া থাকে।
★পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি সংখ্যক ব্যাকটেরিয়া আমাদের মুখে থাকে প্রায় সময় এবং একবার চুম্বনে প্রায় ১০০ কোটি ব্যাকটেরিয়া ট্রান্সফার হয়।
★সুস্থ মানুষের নাভীতে ১৪৫৮ প্রকারের ( মতান্তরে ২৩৬৮) ব্যাকটেরিয়া থাকে যারা নিজস্ব ইকোসিস্টেম বানিয়ে থাকে।
★Microbacterium hatanonis নামক ব্যাকটেরিয়া চুলের স্প্রের টাইট সিল করা কন্টেইনারের ভেতর জন্মায় অদ্ভুতভাবে।
★কমপক্ষে ১ মাস পুরানো কাগজের টাকার নোটে প্রায় ৩০০০ প্রকার ব্যাকটেরিয়া থাকে
★১ সপ্তাহের বেশি জিন্স প্যান্ট না ধুয়ে পড়লে এর সামনে প্রায় ১০০০ প্রকার পেছনে প্রায় ২৫০০ প্রকার আর দুই পায়ের মাঝে প্রায় ১০০০০ প্রকার ব্যাকটেরিয়াল কলনি গড়ে উঠে।
★গনোরিয়ার ব্যাকটেরিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাকটেরিয়া যা নিজের ওজনের ১ লক্ষ গুন বেশি ভারী বস্তু টানতে পারে।
★লোহার মরিচা খেকো halomonas titanicae ব্যাকটেরিয়া আর ২৫ বছরের ভেতর সম্পূর্ণ টাইটানিক জাহাজ খেয়ে ফেলবে।
★E.coli ব্যাক্টেরিয়া এক সেকেন্ডে নিজের দৈর্ঘ্যের ২৫ গুন বেশি দৌড়াতে পারে। তার মানে একটা ঘোড়া ঘন্টায় ১৩৫ কিলোমিটার বেগে ছুটলে যা হয় সে রকম আনুপাতিক।
★firmicute নামক ব্যাকটেরিয়ারা মাটির ২ মাইল নিচে থাকে এবং তেজস্ক্রিয় জিনিস খেয়ে জীবন ধারণ করে। এদের মত মাটির উপরের নিউক্লিয়ার বর্জ্য খেকো আরেক ব্যাকটেরিয়া হল deinococcus radiodurans.
★Pseudomonas natriegens ব্যাক্টেরিয়া একটা থেকে এক ঘন্টায় ২০ কোটি টা ব্যাক্টেরিয়ার ডিএনএ রেপ্লিকেট করতে পারে।
★Ralstonia metallidurans ব্যাকটেরিয়া তরল স্বর্ণ খেয়ে নিজেই কঠিন স্বর্ণে পরিণত হয়।
★এক চা চামচ পরিমাণ ফুড পয়জনিং এর ব্যাকটেরিয়া clostridium botulinum এর সৃষ্ট botulin বিষ দিয়ে ৭০০ কোটি মানুষ মারা সম্ভব।
★ Magnetospirillium magneticum ব্যাকটেরিয়া লোহা খেয়ে তাকে ম্যাগনেটাইট আয়নে পরিণত করে এবং নিজেরা চুম্বকের মত হয়ে সবসময় উত্তর দক্ষিন হয়ে থাকে।

………
ডাঃ আসির মোসাদ্দেক সাকিব
চমেক ১১-১২

drferdous:
Related Post