X

বেঁচে থাক তোফায়েল বেঁচে থাক একটি স্বপ্ন

তোফায়েল ইচ্ছের কুঁড়ি, অনর্গল ঢেউ , তোফায়েলের চোখ ভরা
রঙিন স্বপ্ন৷যে চোখে স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সে
স্বপ্ন এখন ধূসর হয়ে আসছে। তোফায়েল আমার বন্ধু, ব্যাচমেট।
রংপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের (এম বি বি এস ৪৪ তম
ব্যাচ) শিক্ষার্থী। যে চোখে স্বপ্ন ছিল রুগ্ন মানুষকে সুস্হ
করার। অদৃষ্টের পরিহাসে সে নিজেই এখন দুরারোগ্য ব্যাধি
Refractory Diffuse Large B Cell Lymphoma (DLBCL) তে আক্রান্ত।

সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি
বিভাগে চিকিৎসাধীন।(Dr.Akhil Ranjon Biswas, Associate
professor, BMT Dhaka medical college) খুব শীঘ্রই তোফায়েলের
অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট এবং কেমোথেরাপি
দিতে হবে।এজন্য প্রায় ১৪ লক্ষ টাকা প্রয়োজন। যার ব্যয়
ভার বহন করা তোফায়েলের পরিবারের পক্ষে অসম্ভব। তবে
কি তোফায়েল আমাদের মাঝ থেকে চলে যাবে? আমরা কি
আর একসাথে লেকচার, টিউটোরিয়াল আইটেমের টেবিলে
বসতে পারব না? তোফায়েলকে আমরা আবার ফিরিয়ে আনতে
চাই আমাদের মাঝে, আমাদের লাইব্রেরীতে, হেলিপ্যাড
হোস্টেলের খেলার মাঠে ,
ক্যান্টিনের আড্ডায়। আসুন আমরা সবাই তোফায়েলের পাশে
দাঁড়াই। বন্ধু হিসেবে,
ভাই বা বোন হিসেবে, নিজের পরিবারের একজন সদস্য
হিসেবে। আমরা কি পারব না আবার আমাদের মাঝে ওকে
ফিরিয়ে আনতে?ওর স্বপ্নকে পূরণ করতে? ওর বাবা মায়ের
স্বপ্নকে পূরণ করতে?ওর পুরো ফ্যামিলির মুখে হাসি
ফোটাতে? সমাজের জন্য, দেশের মানুষের সেবা
করার জন্য ওকে সুযোগ করে দিতে?
তোফায়েলের হাসি আবার আমরা ফিরিয়ে আনতে পারব
কিনা সেই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম।
তোফায়েলকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে কাউকে খুব
বেশী কিছু দিতে হবে না। খুব বেশী কষ্টও করতে হবে না।শুধু
কয়েকদিনের জন্য বিলাসীতাকে ভুলে যাই। কয়েকদিন
বিলাসিতা না করলে কি খুব ক্ষতি হয়ে যাবে? ওর পাশে
থাকার
আহ্বানটা আপনাদের সবার কাছেই রইল। সামর্থ্যের
সর্বোচ্চটুকু দিয়ে অর্থনৈতিক ভাবে ওর পাশে দাঁড়ানোর জন্য
সবাইকে আহ্বান করছি।

ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/507070582786261/

যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা :
ইসলামী ব্যাংক
( ফেনী ব্রাঞ্চ )
ব্যাংক একাউন্ট নং- ৭৩৩০
মো : আবু সায়েদ ভূইয়া (তোফায়েলের আব্বু)
ইষ্টার্ণ ব্যাংক (রংপুর শাখা)
একাউন্ট নং- 4011020019857
Account name –
Dr. selina anwar, Dr.chandra rani sarker, Dr.neaz ahmed
.
বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য
.
.
Western union
জাহাজ কোম্পানী মোড়, রংপুর
Delowar Hossen
ভোটার আইডি নং :
19941516158000236
মোবাইল : 01714333725 ( স্বাগতম)
01845331222 ( ফয়সাল)
বিকাশ একাউন্ট – ০১৭১৪-৩৩৩৭২৫ (স্বাগতম)

স্বাগতম সরকার
২য় বর্ষ রংপুর মেডিকেল কলেজ (এম বি বি এস ৪৪তম)

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post