X

বিশ্ব রক্তদাতা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“সবার জন্য নিরাপদ রক্ত”, (Safe Blood for All) এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের সহযোগিতায় বিশ্ব রক্তদাতা দিবস ২০১৯ উপলক্ষে ২৩শে জুলাই, ২০১৯ তারিখে ঢাকা মেডিকেল কলেজের ডাঃ মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো এক আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় সভাপতির আসন অলংকৃত করেন ডাঃ সত্যকাম চক্রবর্তী, লাইন ডিরেক্টর, হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্যঅধিদপ্তর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দা মাসুদা রহমান, সহযোগী অধ্যাপক, রক্ত পরিসঞ্চালন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, ডাঃ নজরুল ইসলাম, এডিশনাল রেজিস্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। পরবর্তীতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়।
র‍্যালী শেষে স্বাগত ভাষণ ও ভলান্টারী ব্লাড ডোনেশনের বহিঃর্বিশ্ব ও বাংলাদেশের অবস্থান নিয়ে মূল প্রবন্ধ পরিবেশনা করেন ডাঃ শেখ দাউদ আদনান, সহযোগী অধ্যাপক ও প্রোগ্রামম্যানেজার, এইচ এম এস, স্বাস্থ্য অধিদপ্তর।

রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যথেকে বক্তব্য রাখেন যথাক্রমে জনাব মাসুম ইকবাল (১০৪ বার রক্তদাতা) ও মিস নাসরিন ফেরদৌসী।
এছাড়াও বিশেষ অতিথি শ্রদ্ধেয় ডাঃ সৈয়দা মাসুদা রহমান ও শ্রদ্ধেয় ডাঃ নজরুল ইসলাম রক্তদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মাননা স্মারক প্রদান পর্বে কোয়ান্টাম ফাউন্ডেশন , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সন্ধানী, মেডিসিন ক্লাব, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন প্ল্যাটফর্ম, সেন্টার ফর নেগাটিভ ব্লাড গ্রুপ রেসপন্স এন্ড রিসার্চ, পুলিশ ব্লাড ব্যাংক সহ বিভিন্ন ভলান্টারী ব্লাড ডোনেশন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি ও বিশেষ অতিথিগণ। “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আরাফাত তান্নুম।

পরিশেষে সভাপতির বক্তব্যে ডাঃ সত্যকাম চক্রবর্তী সরকারীভাবে হাসপাতাল গুলোতে সুষ্ঠুভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালনার জন্য গৃহীত বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং সর্বোচ্চ সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
মোঃ আহসান হাবীব ইরফান
ঢাকা ডেন্টাল কলেজ, ডি-৫৪

Special Correspondent:
Related Post