X

বিশ্ব হার্ট দিবসে প্ল্যাটফর্ম আয়োজিত “করোনায় হার্টের সুরক্ষা” শীর্ষক সেমিনার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ সেপ্টেম্বর, ২০২০, রবিবার

আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে “করোনায় হার্টের সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবসে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, গাজীপুর জোন” একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে।
সেমিনারে বক্তব্য রাখবেন স্বনামধন্য দুজন চিকিৎসক অধ্যাপক ডা. ডেভিড বি তালুকদার এবং অধ্যাপক ডা. শেখ আব্দুল ফাত্তাহ।


অধ্যাপক ডা. ডেভিড বি তালুকদার এমবিবিএস সম্পন্ন করার পর সার্জারিতে এফসিপিএস সম্পন্ন করেন। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও পূর্বে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান হিসেবে ও ঢাকা সিএমএইচ এর প্রধান সার্জন হিসেবে কর্মজীবন সম্পন্ন করেছেন। অপরদিকে অধ্যাপক ডা. শেখ আব্দুল ফাত্তাহ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন। তিনি আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান এর একজন সম্মানিত চিকিৎসক। তিনি বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত আছেন।

সেমিনারটি ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯:১৫ ঘটিকায় প্ল্যাটফর্ম পেইজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

🔴সময়: ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২০
রাত ৯:১৫ ঘটিকা
🔵আয়োজনে: ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, প্ল্যাটফর্ম ইউনিট।

Tanjim Rahman:
Related Post