X

বিনামূল্যে ‘পি পি ই’ সরবরাহ করলো HMBD Foundation

২৯শে মার্চ, রবিবার ২০২০

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের মাঝে বিনামূল্যে PPE প্রদান করলো (HMBD) Health Management BD Foundation নামের একটি সংগঠন। বর্তমান সময়ে করোনা প্রতিরোধে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই PPE। বাংলাদেশ সহ অনেক দেশই PPE সংকটে ভুগছে। সংকটময় এই সময়ে (HMBD) হেলথ ম্যানেজমেন্ট বিডি নামের সংগঠনটি চিকিৎসকদের জন্য পিপিই নিয়ে এগিয়ে আসে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নজরুল ইসলাম স্যারের কাছে পিপিই হস্তান্তর করা হয়।

এসময় এইচএমবিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় “যেহেতু এইচ এম বি ডি ফাউন্ডেশন চিকিৎসকদের দ্বারা পরিচালিত তাই আমরা বিশ্বব্যাপী এই COVID-19 সংকটে যারা প্রথম সারিতে রয়েছেন,তাদের জন্য PPE এর গুরুত্ব আমরা জানি। আমরা অদূর ভবিষ্যতে আরও অবদান রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ”।
এসময় উপস্থিত ছিলেন এইচ এম বি ডি এর নির্বাহী পরিচালক ডা.তাইফুর রহমান,
ডিরেক্টর অপারেশনস ডা.আহমেদ জুবাইর মাহদী, সদস্য
ডা.মাখলুকুল মিজান, ডা. রিফাত হাসান বাপ্পি প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার:
Related Post