X

বিদেশগামী ব্যক্তিদের করোনা পরীক্ষা করার নিয়মাবলী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জুলাই, ২০২০, সোমবার

ডা. খন্দকার সুরাইয়া জাহান
সহকারী সার্জন (৩৯ বিসিএস), সিভিল সার্জন কার্যালয়, ঢাকা

বহুদিন পর আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়ায় অনেকেই দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে, তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। কতগুলো সাধারণ প্রশ্নের উত্তরঃ

১) কবে টেস্ট করাবো?
উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকমঃ

  • মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
  • আগামিকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
  • পরশুদিন আপনার ফ্লাইট থাকবে।

এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।

২) টেস্ট কোথায় করাবো?
উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার, মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।

৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ ৪ টি জিনিস-

  • আপনার পাসপোর্ট এর ফটোকপি
  • আপনার এয়ার টিকেটের কপি
  • ৩,৫৩৫ টাকা
  • পাসপোর্ট (অরিজিনাল)

৪) কখন টেস্ট করাতে আসবো?
উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।

৫) রিপোর্ট কখন পাবো?
উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর
২ টা থেকে ৪ টা।

৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
উত্তরঃ সপ্তাহ ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবে না।

৭) পূর্বে এপয়েনমেন্ট নিতে হবে?
উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এপয়েনমেন্ট দেওয়ার কিছু নেই।

৮) টাকা কি আগে থেকে ‘নগদ’ এ পাঠাতে হবে?
উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে নগদ এর এজেন্ট আছে। তারা করে দেবে।

৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। গিয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
উত্তরঃ না। তাদের লাইনে আগে দেওয়া হয় যাতে কষ্ট কম হয়।

১০) বাসা থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।

১১) রিপোর্ট কোথায় পাবো?
উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।

  • DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
  • covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন। যেটায় আপনার সুবিধা।

১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।

১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করবো?
উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে correction রুম আছে। আপনাকে দ্রুত কারেকশন করে দিবে।

১৪) আমার রিপোর্ট করোনা পসেটিভ এসেছে। এখন কি করবো?
উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায়, তাহলে আপনার টাকাটা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।

১৫) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারবো কিনা?
উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ারটিকেট কাটলে, তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে corona free certificate এর জন্য স্যাম্পল দিবেন।

১৬) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করিয়ে বিদেশ যেতে পারবো?
উত্তরঃ না।

১৭) সিরিয়াল কি ভাবে দিবো?
উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।

বি:দ্র: নিচের ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে আসতে পারেন অথবা আইসোলেশন সেন্টারেও ফর্মটি দেয়া হবে। সেখানেও ফিল আপ করতে পারবেন।

সঠিক ও নির্ঝঞ্ঝাট ব্যবস্থা করার জন্য আমি মাননীয় সিভিল সার্জন মহোদয়, ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তর; বাংলাদেশ সেনাবাহিনী; সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

Ruhana Auroni:
Related Post