X

বিজিবির হাসপাতালে মোবাইলভিত্তিক টেলিকনসাল্টেশন চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন

গত ২৪শে মার্চ,২০১৬ তে  পিলখানায় বিজিবির হাসপাতালগুলোয় মোবাইলভিত্তিক টেলিকনসাল্টেশন চিকিৎসাসেবা কার্যক্রমের  উদ্বোধন করা হয়।

উদ্বোধন  অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক হাসান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকার পিলখানা, চট্টগ্রামের সাতকানিয়া, খাগড়াছড়ির জালিয়াপাড়া এবং ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গায় অবস্থিত বিজিবির পাঁচটি হাসপাতালে একইসঙ্গে এই চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হয়।

মহাপরিচালক জানান, এই কার্যক্রম চালু হওয়ায় দুর্গম ও প্রত্যন্ত এলাকা, যেখানে বিজিবির নিজস্ব চিকিৎসক বা স্থানীয় চিকিৎসক নেই, সেসব স্থানের বিজিবি সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই সেবা পাবেন। জরুরি প্রয়োজনে বিজিবি হাসপাতালে সার্বক্ষণিক নিয়জিত চিকিৎসকের কাছ থেকে মোবাইলে সংযুক্ত হয়ে প্রয়োজনীয় পরামর্শ ও পথ্য সম্পর্কে জানতে পারবেন।

বিজিবির ৫৯টি ব্যাটালিয়নে নিয়জিত সদস্য এবং তাদের পরিবারকে চিকিৎসা সুবিধার আওতায় আনতে গত ১ জুন পিলখানায় বিজিবি হাসপাতাল ও  সাতকানিয়ায় বিজিবি হাসপাতালে মোবাইল টেলিকনসাল্টেশন সেবা চালু হয়; যার মাধ্যমে এ পর্যন্ত সাড়ে তিন হাজার সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা নিয়েছেন।

বৃহস্পতিবার থেকে বিজিবির সব হাসপাতালে সার্বক্ষণিক এই চিকিৎসাসেবা চালু হলো।

বর্তমানে বিজিবিতে ১০২৬ জন সদস্য ‘নন কমিউনিকেবল ডিজিস’ অর্থাৎ হৃদরোগ, রক্তচাপ, ক্যান্সার ও ডায়াবেটিসের কারণে নিম্ন ক্যাটাগরিভুক্ত। তাদেরকে বিজিবির মোবাইলভিত্তিক টেলিকেনসাল্টেশন’র চিকিৎসকরা নিয়মিত বিরতিতে কল করছেন এবং পরামর্শ দিচ্ছেন।

বিজিবি সূত্র জানায়, চিকিৎসা সংক্রান্ত একটি পরিপূর্ণ তথ্যভাণ্ডার করছে বিজিবি; যার মাধ্যমে প্রায় ৫২ হাজার সদস্যের স্বাস্থ্যর অবস্থা সম্পর্কে জানা ও গবেষণার সুযোগ থাকবে। এতে ইতোমধ্যে ৩ লাখ ২৭ হাজার মেডিক্যাল রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়ায় যত প্রেসক্রিপশন দেওয়া হবে সবই তথ্যভাণ্ডারে ব্যক্তিগত রেকর্ড ও ডিজিস ম্যানেজমেন্ট প্রোগ্রামে সংরক্ষিত থাকবে।

সুত্র ঃ বিডিনিউজ২৪.কম

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post