X

বিএসএমএমইউ এমডি, এমএস রেসিডেন্সি প্রোগ্রামের সার্কুলার

টাকা জমা দেওয়ার সময়ঃ ২৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর

অনলাইন ফর্ম সাবমিশনের শেষ তারেখঃ ১৪ নভেম্বর।

পরীক্ষার তারিখঃ ২৮ শে নভেম্বর (শুক্তবার)
সময়: সকাল ৯.০০-১২.০০
স্থান বুয়েট : ক্যাম্পাস

মেডিকেল ডেস্ক:

View Comments (9)

  • এ্যানাস্থেসিয়ার ডিপ্লোমা দিলে কি এম.ডি দিতে কোন অসুবিধা আছে?

  • একসাথে ডিপ্লোমা এবং এমএস পরীক্ষা দেয়া যাবে কি??

  • এক সাথে একটি পরীক্ষাই দেয়া যাবে যেহেতু পরীক্ষা একই সময়ে একই দিনে হবে, একটা কোর্সে থাকলে অন্য কোর্সে দেয়া যায় না অফিসিয়ালি । প্রসিডিউর টা হলো ব্যাংকে টাকা জমা দিয়ে মানি রিসিপ্ট এবং স্বাক্ষরের স্ক্যান কপি , ছবি সহ অনলাইনে ফর্ম ফিলাপ করে এডমিট কালেকট করা গতবারের অভিজ্ঞতা থেকে বলছি, এবারো তাই মনে হলো সার্কুলার দেখে । তারপরেও এই লিংক দেখবেন http://exam.bsmmu.edu.bd/bsmmu2015mdms/local/admission/admsn_home.php

  • ২০১৫ সাল থেকে নাকি Non Residensy MD/MS থাকছে না? সেক্ষেত্রে বছরে কি একবারই পরীক্ষা হবে?

  • 33rd bcs e niogprapto der moddhe jader posting remote areate Tara ki ei yr er November er MD(basic and clinical) xm dite parbe?

Related Post