X

বিএমডিএস স্টুডেন্টস উইং এর আয়োজনে অনুষ্ঠিত ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ই মে ২০২১, সোমবার

করোনার বিরূপ পরিস্থিতিতে সাধারণ মানুষ একের পর এক লকডাউন মেনে ঘরে বসে থাকলেও জরুরি সেবা দিতে নিয়োজিতদের করোনার শুরু থেকেই যেতে হচ্ছে ঘরের বাইরে। দীর্ঘ এক বছরের ও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে এই সব করোনা যোদ্ধা চিকিৎসকেরা। করোনার ভয়কে জয় করে সেবা দিয়ে যাচ্ছে দিন-রাতভর। করোনায় জনসাধারণের স্বাস্থ্যসেবাকে তাদের আরো দোরগোড়ায় পৌঁছে দিতে করোনার শুরু থেকেই কাজ করে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলার স্থানীয় চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন “বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির (বিএমডিএস)”। এবারে বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির (বিএমডিএস)” অঙ্গ সংগঠন
“বিএমডিএস স্টুডেন্টস উইংস” এর আয়োজনে অনুষ্ঠিত হল “ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্পেইন”।

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত বকুলতলা এইচ. এ. কে উচ্চ বিদ্যালয়ে ১৬ই মে (রবিবার) সকাল ১০টা দুপুর ৩ টা পর্যন্ত ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহোযোগিতা করে বকুলতলা এইচ.এ.কে. উচ্চ বিদ্যালয় এর এস.এস.সি. ব্যাচ-২০০২। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বকুলতলা এইচ. এ. কে. উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে সরাসরি উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ডা. নাজমুল হাসান রন্টি, ডা. রাসেদুল হাসান, ডা. রাসেদ আহমেদ, ডা. জয়ন্ত বিশ্বাস, ডা. প্রিমা, ডা. শামিম, ডা. নাঈম এবং টেলিযোগাযোগের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন ডা. প্রশান্ত চক্রবর্তী এবং প্রায় বিএমডিএস স্টুডেন্টস উইংস এর ২৫-৩০ জন মেডিকেল শিক্ষার্থী ও সেচ্ছাসেবকেরা।

অনুষ্ঠানে সেবাদানকারী চিকিৎসক ডা. নাজমুল ইসলাম রন্টি বলেন, “এখানে অনেক গরীব দুখী আছে যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে আমি সহ যারা ডাক্তাররা আছি সকাল থেকে চিকিৎসা দিয়ে আসছি। ইতোমধ্যে প্রায় চারশত এর বেশি মানুষকে আমরা সেবা দিয়েছি। এই ধরণের ক্যাম্পেইন এর মাধ্যমে মুন্সিগঞ্জের অলিতে-গলিতে, চড়াঞ্চলে, প্রত্যেকটা ইউনিয়নে যারা সেবা পায় না এই গ্রুপের মাধ্যমে আমরা সেবা পৌছে দিতে চেষ্টা করবো।”


অনুষ্ঠানের প্রধান সমন্নয়ক ডা. রাশেদ আহমেদ বলেন, “বিক্রমপুর-মুন্সিগঞ্জ ডেন্টাল সোসাইটি আজ থেকে চার বছর আগে যাত্রা শুরু করছে। তারপর দুই বছর আগে ২০১৯সালে কমিটি গঠনের পর আমরা বিভিন্ন লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি।মুন্সিগঞ্জ জেলার ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের প্রাণের সংগঠন এটা। মুন্সিগঞ্জের সকল ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টরা এই সংগঠনের সাথে আছেন। প্রত্যেকের মনে বাসনা আছে আমরা মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলার সকল গ্রামে কিভাবে সেবা পৌছাতে পারি। বিশেষ করে আমরা যেহেতু ডাক্তার তাই স্বাস্থ্যসেবা কিভাবে সবার মাঝে পৌঁছে দেয়া যায় সে লক্ষে কাজ করছে বিএমডিএস।”

ফ্রী হেলথ ক্যাম্পেইন এ মেডিসিন, সার্জারী, রিউমাটোলজি ও নিউরোমেডিসিন, গাইনী ও প্রসূতি, শিশু, চক্ষু, দন্ত চিকিৎসা, নাক-কান-গলা ইত্যাদি সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় প্রায় ৪ শত এর বেশি মানুষকে।

হেলথ ক্যাম্পেইন সমাপ্তি ঘোষণার পর বিএমডিএস ট্যালেন্ট হান্ট-২০২০ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফ্রি হ্যান্ড রাইটিং, আবৃত্তি ইত্যাদি ক্যাটাগরিতে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজ বিতরণ করা হয়।

 

 

Silvia Mim:
Related Post