X

বিএমএসএ ও PHOENIX Wellness Centre BD এর উদ্যোগে বান্দরবানে ত্রাণ বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৪মে, ২০২১, সোমবার

বান্দরবান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BMSA) এবং PHOENIX wellness centre, Bangladesh এর যৌথ উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে গত ২৩মে ত্রাণ বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার ১৭ই মে রাত ২টার দিকে রোয়াংছড়ির তালুকদার পাড়ায় একটি বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৭০টি বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই পাড়াটি প্রায় দেড়শ বছর পুরানো। এখানে মোট ৮৭ টি পরিবার এবং দেড় শতাধিক মানুষের বসবাস রয়েছে। হঠাৎ করে হওয়া এই দূর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি তবে পুরো গ্রাম এখন নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন। স্থানীয় সংগঠন এবং ব্যক্তিদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং কিছু অস্থায়ী তাঁবু করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকা বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল – চাল- ৫ কেজি, ডাল-১/২ কেজি, আলু-১কেজি, পেঁয়াজ-১কেজি, মাস্ক-৫টি, প্যারাসিটামল -১পাতা, ওরস্যালাইন-৫ প্যাকেট, সাবান-১টি ।

মোট ৭০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত সবাই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করেছেন।

BMSA (বান্দরবান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন) মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। ২০১৯ সালে এই সংগঠন তাদের কাজ শুরু করে। বান্দরবানের স্থানীয় মেডিকেল শিক্ষার্থীদের সংগঠিত করে জেলার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জনগনকে সেবা করাই এই সংগঠনটির উদ্দেশ্য।

নিজস্ব প্রতিবেদক
বেনজির জাহাঙ্গীর

হৃদিতা রোশনী:
Related Post