X

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নারী চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলা

প্ল্যাটফর্ম নিউজ, ৬ই জুলাই, মঙ্গলবার, ২০২১

সম্প্রতি বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৩ জুলাই শনিবার হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে নারী চিকিৎসকের উপর হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় তথ্যসূত্রের মাধ্যমে জানা যায়, ২ই জুলাই ২০২১ রোজ শুক্রবার স্থানীয় এক ব্যক্তি নিখোঁজ হয়,পরদিন খোঁজাখুঁজির পর পানিতে নিখোঁজ ব্যাক্তির লাশ পাওয়া যায়।

৩ জুলাই শনিবার নিখোঁজ ব্যাক্তির লাশ নিয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, কর্তব্যরত নারী চিকিৎসক সহকারীকে (স্যাকমো) সাথে নিয়ে হাসপাতালের সামনে লাশ পর্যবেক্ষণ করেন এবং লাশে অসামঞ্জস্যতা দেখতে পান। লাশের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল।

এরপর ডেথ সার্টিফিকেট লিখার জন্য কর্তব্যরত নারী চিকিৎসক ইমার্জেন্সী রুমে আসলে লাশের সঙ্গে আসা সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। এসময় চিকিৎসকের সহকারীরা (স্যাকমো) বাধা দিতে আসলে উপর্যুপরি তাদের উপর দুই দফা হামলা চালায় সন্ত্রাসীরা।

নারী চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি হাসপাতালের সি সি ক্যামেরায় স্পষ্ট ছিলো। হামলাকারী সন্ত্রাসীদের অভিযোগ ছিল চিকিৎসক কেন লাশকে সুস্থ করে তোলেনি এবং লাশকে বহন করে কেনো ইমার্জেন্সি রুমে আনা হলো না।

চিকিৎসকের উপর হামলার ঘটনার পর লাশ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারীরা। পরবর্তীতে লাশ দাফনের চেষ্টা করলে স্থানীয় পুলিশ ঘটনাকে খুনের ঘটনা ধারনা করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরে পাঠায়।

ঘটনা সম্পর্কে দায়ীত্বশীল কর্মকর্তা ও উর্ধ্বতন মহলে জানানো হলেও উপযুক্ত ব্যবস্থা গ্রহন হয়নি। ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। পুলিশের সর্বোচ্চ মহল থেকে সব ধরনের সাহায্য করা হবে বলে আশ্বস্ত করা হয়।

উল্লেখ্য, হামলার শিকার নারী চিকিৎসক দুইদিন পর নিজেই ব্যক্তিগত উদ্যোগে মামলা করেন পুলিশের উর্ধ্বতন মহলের সহায়তায়।

প্ল্যাটফর্ম ডেস্ক রিপোর্ট:
Related Post