X

বাংলাদেশ ডেন্টাল কলেজের ডা. ফেরদৌস মারা গেছেন, ছিল করোনার লক্ষণ

নিজস্ব প্রতিবেদক, 

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

আজ (রবিবার) সকালে বাংলাদেশ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ডা. ফেরদৌস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। উনি অনেকদিন ধরে করোনা সংশ্লিষ্ট লক্ষণ নিয়ে ভুগছিলেন। করোনার লক্ষণের সাথে মিল থাকায় বাসায় অবস্থান করছিলেন। যদিও টেস্ট করে কনফার্ম করা হয়নি। উনি সত্যিই আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্যে নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন মরহুমের স্ত্রী। কোভিড-১৯ ধরা পড়লে তিনিই হবেন কোভিড-১৯ এ মৃত্যুবরণ করা বাংলাদেশের প্রথম চিকিৎসক।

ডা. ফেরদৌসের এই অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার শোকাহত। এবং তার আত্মার মাগফিরাত কামনা করছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনকিছু জানা গেলে তা প্ল্যাটফর্ম মেডিকেল ও ডেন্টাল নিউজ পোর্টালে প্রকাশিত হবে।

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post