X

বাংলাদেশকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল তুরস্ক

প্ল্যাটফর্ম নিউজ, ৭ জুলাই ২০২০, মঙ্গলবার

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় দাতব্য সংস্থা তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিআইকেএ)।

   ছবিঃ সংগৃহীত

সোমবার (৬ জুলাই), বন্দরনগরী চট্টগ্রাম কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এর আগে জুন মাসে রাজধানী ঢাকায়, ব্যবহারের জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল তুর্কি সংস্থাটি।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান,

“আমরা শহরের মূল দুটি চিকিৎসা সেবা কেন্দ্রের জন্য মোট এক হাজার এন-৯৫ মাস্ক, এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), দুটি ভেন্টিলেটর এবং পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক গ্রহণ করেছি। এসব সামগ্রী চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবহার করা হবে।”

Anisur Riad:
Related Post