X

 বন্যাদুর্গত মানুষের পাশে মেডিকেল পরিবার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ই আগস্ট, মঙ্গলবার, ২০২০

মানবতার সেবায় বরাবরের মত এবারও নিয়োজিত ছিল মেডিকেল পরিবার। গত ১৭ ই আগস্ট, সোমবার মানিকগঞ্জ জেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে মেডিকেলীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেডিকেল পরিবার’।

ছবিঃ ‘মেডিকেল পরিবার’-এর ত্রাণ বিতরণ কর্মসূচী

বন্যাদুর্গত এলাকা মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নে গত সোমবার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে ‘মেডিকেল পরিবার’। সেখানে ১৪০ টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা৷ উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারগণ৷ মেডিকেল পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সবার সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

ছবিঃ বিতরণকৃত ত্রাণসামগ্রীসমূহ।

এবছর এ নিয়ে ২য় বারের মতো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মেডিকেল পরিবার। এর আগে এবছরই ঈদুল আযহার পূর্বে জামালপুরের বকশীগঞ্জে ১০৬ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছিল সংগঠনটি।

ছবিঃ ত্রাণসামগ্রী বিতরণ করছেন মেডিকেল পরিবারের সদস্যগণ।

উল্লেখ্য, ‘মেডিকেল পরিবার’ দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটি শুরু থেকেই দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে৷ এছাড়াও অসুস্থ মেডিকেল শিক্ষার্থীদের সহায়তায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যেই দেশ ও মানুষের সেবায় কাজ করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে সংগঠনটি।

ছবিঃ ‘মেডিকেল পরিবার’ সংগঠনের সেচ্ছাসেবী সদস্যগণ।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানায় মেডিকেল পরিবারের স্বেচ্ছাসেবী সদস্যগণ।

নিজস্ব প্রতিবেদক / তারেক হাসান

Sadia Kabir:
Related Post