X

বইমেলায় আসছে তাসনিয়া আহমেদ এর একক গল্পগ্রন্থ “বয়স যখন ষোলই সঠিক”

“রীতির মুখোমুখি বসে আছি। সে মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, “তো? তোর ডিসিশন ফাইনাল? সারাজীবন এইভাবেই থাকবি?”
রীতি চোখ তুলে আমার চোখে চোখ রাখলো। “আর কী করতে বলিস তুই আমাকে?”
“আমি যা বলি তা করবি?”
“আগে বল, শুনি, তারপর ভেবে দেখি।”

কালকের পড়া থিওরি, অর্ধেক না বোঝা মেডিক্যাল টার্মগুলি মাথার মধ্যে প্রবল বেগে ঘুরপাক খাওয়া শুরু করলো। জেনেটিক এবনরমালিটি, কোনো চিকিৎসা নেই, পারিবারিক বা সামাজিক বাধা; সবকিছু একদিকে। আর অন্যদিকে একটা স্টেজ, সেখানে রীতি দাঁড়িয়ে কিন্নরকণ্ঠে আবৃত্তি করে যাচ্ছে, “পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক…”

তার চোখে অসীম মায়া। সেই মায়া কাটিয়ে ওঠার ক্ষমতা আমার নেই।”
বয়স যখন ষোলোই সঠিক

অমর একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে সতীর্থ প্রকাশনা থেকে আগামী ৩০ জানুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ছাত্রী তাসনিয়া আহমেদ এর প্রথম বই, একক গল্পগ্রন্থ ‘বয়স যখন ষোলোই সঠিক’।

বইটি পাওয়া যাবে ‘সাহিত্য বিকাশ’ স্টল থেকে। যারা বইমেলায় যেতে পারবেন না, তারা প্রি-অর্ডারের মাধ্যমে ঘরে বসেই কুরিয়ারযোগেও পেতে পারেন বইটি।

বিস্তারিত জানা যাবে এখানেঃ

তাসনিয়া আহমেদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৫২তম ব্যাচ এর ছাত্রী। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। ইতোমধ্যে তার লেখা বিভিন্ন গল্প বিভিন্ন গল্প সংকলনে প্রকাশিত হয়েছে।

তাসনিয়া আহমেদ এর লেখা অন্যান্য গল্পঃ
১. ধাঁধা (বইঃ গ্রাফাইটের গুঞ্জন)
২. লেজ (বইঃ ভালবাসার ডাকপিয়ন গল্প সংকলন)
৩. নয়ন (বইঃ গল্পের হাট-৬)
৪. একজোড়া স্যান্ডেল কিংবা একটি প্রেমের গল্প (বইঃ হিরণ্য গল্প সংকলন)

লেখকঃ তাসনিয়া আহমেদ

তাসনিয়া আহমেদ বলেন, “আপনারা যারা বই পড়েন, পড়তে পছন্দ করেন, আমার অনুরোধ থাকবে, বইটা পড়বেন এবং জানাবেন কেমন লাগলো, যেটা আমার ভবিষ্যতের লেখালেখির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

ফয়সাল আবদুল্লাহ:

View Comments (1)

  • আপুর সাথে কি কোন ভাবে কন্টাক করা যাবে একটা কোশ্চেন ছিল

Related Post