X

ফেনীতে ২ জন চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৮ জন

প্ল্যাটফর্ম নিউজ
১১ মে, ২০২০, সোমবার

ফেনীতে ২ জন চিকিৎসকসহ নতুন করে ৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে রয়েছেন একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার, তিনজন টেকনোলজিস্ট, ২ জন স্বাস্থ্যকর্মী ও একজন পুলিশ অফিসার।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস(বিআইটিআইডি) এর ল্যাবে নমুনা পরীক্ষায় ফেনী জেনারেল হাসপাতালে কর্মরত ২ জন চিকিৎসকসহ ৭ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন, এতে ফেনীর স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

জানা যায়, গত ৬ই মে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর কোভিড-১৯ শনাক্ত হলে হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। বর্তমানে আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসেলেশনে চিকিৎসা গ্রহণ করছেন।
স্বাস্থ্য বিভাগ তাঁদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে বলে জানান জেলাটির সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

হৃদিতা রোশনী:
Related Post