X

ফরিদপুর ডায়বেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে মুজিববর্ষ প্রিমিয়ার লীগের উদ্বোধন

১৮ জানুয়ারি ২০২০

আজ শনিবার বেলা ১১ টায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে মুজিববর্ষ উপলক্ষ্যে ডায়াবেটিক প্রিমিয়ার লীগ-২০২০ এর উদ্বোধন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ।

আরো উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির সদস্য মোঃ শাহজাহান খান ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জহিরুল হক মিয়া, ডায়াবেটিক এসোসিয়েশন কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোসলেম উদ্দিনসহ শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব ডা. মোঃ অসিউল কবীর শাকিল, আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব  ডা. আখিরুজ্জামান, জনাব শাহজাহান খান, জনাব ডা. জহিরুল হক মিয়া, জনাব ডা. মোসলেম উদ্দিনসহ, প্রমুখ ব্যক্তিবর্গ। সমাপনী বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক আবদুস সামাদ।

জনাব ডা. মোঃ অসিউল কবীর শাকিল বলেন, ” প্রতিবারের ন্যায় এবারও ডায়াবেটিক প্রিমিয়ার লীগ আয়োজিত হয়েছে। এবার আটটি টিম শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে”।

জনাব ডা. আখিরুজ্জামান বলেন, ” প্রতিবারের মতো এবার ডিপিএল হচ্ছে না। এবার মুজিববর্ষ  উপলক্ষ্যে আমাদের ডিপিএল -২০২০ এর আয়োজন। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে সবাই যাতে সামনে এগিয়ে যেতে পারি এটাই আমাদের মূল উদ্দ্যেশ্য”।

জনাব ডা. মোসলেম উদ্দীন খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বলেন, ” তোমাদের স্পর্টসম্যানশীপ এর মাধ্যমে সুস্থ খেলা উপহার দিবে এই আমাদের সবার কামনা।”

জনাব আব্দুস সামাদ বলেন, ” সুস্থ থাকতে পড়ালেখার পাশাপাশি খেলাধূলার খুব প্রয়োজন। তোমরা প্রতিবারের মতো এবারও একটি সুস্থ এবং সুন্দর খেলা উপহার দিবে এবং সবচেয়ে ভালো দল যেন শিরোপা পায় এই শুভ কামনা রইলো”।

ফরিদপুর জেলা স্টেডিয়ামে আগামীকাল থেকে একমাস ব্যাপী ৮টি দলের মধ্যে ডায়াবেটিক প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের লড়াই চলবে।

নিজস্ব প্রতিবেদক/ নাজমুন নাহার মীম

নাজমুন নাহার মীম:
Related Post