X

প্ল্যাটফর্ম ফরিদপুর জোন কর্তৃক “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১” পালিত

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ই নভেম্বর, ২০২১, সোমবার

গত কাল ১৪ই নভেম্বর, “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১” উপলক্ষ্যে দেশের সর্ববৃহৎ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর ফরিদপুর জোনে বিভিন্ন ইউনিট ভিত্তিক ডায়াবেটিস সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ই নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করেন। যা প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে বিভিন্ন জনসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে পালিত হয়ে আসছে।

প্ল্যাটফর্ম ফরিদপুর জোন কর্তৃক আয়োজিত উক্ত প্রোগ্রামে প্ল্যাটফর্মের সম্মানিত এক্টিভিস্ট ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন মেডিকেলের আউটডোর ও ইনডোরে লিফলেট বিতরন, পোস্টারিং সহ জনগনের সাথে সচেতনতা মূলক কথা বলার মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়।

H M Sayemul Karim:
Related Post