X

প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক থেকে রংপুরে N95 মাস্ক প্রদান

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে লক-ডাউনে সারাদেশের মানুষ যখন ঘরে বসে নিজেদের নিরাপত্তা বিধান করছেন ঠিক তখনি আমাদের দেশের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা ঢাল তলোয়ার ছাড়াই এই মহামারীর সাথে মহাযুদ্ধে লিপ্ত হয়েছেন।

তাদের এই যুদ্ধেরই সহযোদ্ধা Platform PPE Bank.

Platform-PPE Bank এর উদ্দোগে আজ ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দকে মোট ১৬০টি “N95 মাস্ক” প্রদান করা হয়।

এতে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর-এর পক্ষে ৮০টি N95 মাস্ক গ্রহণ করেন :

ডা.এস.এম নুরুন নবী
সুপারিন্টেনডেন্ট
ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল,রংপুর।

এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর পক্ষে ৮০টি N95 মাস্ক গ্রহণ করেন :

ডা.মাহফুজার রহমান
উপাধ্যক্ষ ও অধ্যাপক,মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

ডা. শাহ্ মোঃ সরওয়ার জাহান
অধ্যাপক, মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

ডা. মোঃ আবুল কালাম আজাদ
সহকারি অধ্যাপক, মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

মাস্কগুলো ডিস্ট্রিবিউশনে সহোযোগিতা করে প্ল্যাফর্মের কয়েকজন এক্টিভিস্ট দুর্জয় কুমার রায়, ওয়াসিফ হোসেন, হাসান রহমান সজিব, আলমগির কবির ও মিনহাজুল কাদির।

হেরে যাক মহামারী, জিতে যাক চিকিৎসক বৃন্দের এই যুদ্ধ।

Urby Saraf Anika:
Related Post